২০টি ওয়েবসাইট ও অ্যাপে এড দেখে টাকা ইনকাম করুন

২০ হাজার টাকা আয়ের উপায়এড দেখে টাকা ইনকাম করার সেরা ১০টি অ্যাপ ও ১০টি ওয়েবসাইট। মোট ২০টি উপায়ে সহজে ঘরে বসে এড দেখুন এবং টাকা ইনকাম করুন আর টাকা ও উত্তোলন করুন। যারা খুব সহজ ইনকামের উপায় বা উৎস খুঁজছেন, 

এড-দেখে-টাকা-ইনকাম

তাদের জন্য এড দেখে আয়ের অ্যাপ ও ওয়েবসাইটগুলো কার্যকর হতে পারে। এই ব্লগে যে অ্যাপ ও ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করবেন সেগুলো টাকা উত্তোলনের জন্য ও সহজসাধ্য। তাই দেরি না করে ইনকামের অ্যাপস ও সাইটস এক্সপ্লোর করুন।

পেজ সূচীপত্রঃ

১. Swagbucks বা সওয়াগবাকস

সওয়াগবাক্স এটি একটি ওয়েবসাইট যেটি খুব জনপ্রিয় ওয়েবসাইট বা সাইট। এটি গেট পেইড টু জিপিটি সাইট, যেখানে বিজ্ঞাপন দেখা সহ সার্ভে পূরণ ভিডিও দেখা এবং অন্যান্য কাজ করে পয়েন্ট উপার্জন করতে পারবেন। উইথড্র বা উত্তোলন পদ্ধতি হলো আপনি আপনার ইনকামের টাকা পেপাল, অ্যামাজনপে এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে এর পয়েন্ট গুলো উত্তোলন করতে পারবেন। 

আরো পড়ুনঃ অনলাইনে ব্যবসা করে কোটি হওয়ার কিছু কার্যকরী উপায়

তবে সজাগ হয়ে ওয়েবসাইটে আপনার ডিটেইলস প্রদান করুন।

2. InboxDollars বা ইনবক্স ডলারস

ইনবক্স সাইট যেখানে আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারবেন, সার্ভে করতে পারবেন এবং বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে নগদ অর্থ আয় করতে পারবেন। এই সাইডে আপনি কাজ করলে যে ইনকামটা হবে তা সরাসরি আপনাকে প্রদান করা হবে। আর পদ্ধতিতে প্রদান করা হবে তা হচ্ছে পেপাল, চেক এবং বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে। আপনি এখান থেকে সর্বনিম্ন ৩০ ডলার জমা হলে টাকা উত্তোলন করতে পারবেন।

3. ySense ওয়াই সেন্স

ওয়াইসিস একটি বিশ্বস্ত জিপিটি ওয়েবসাইট, যেখানে আপনি বিজ্ঞাপন দেখা, সার্ভে পূরণ করা এবং মাইক্রোটাস্ক বিভিন্ন বিভিন্ন ছোট ছোট কাজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি এখানে যে কাজগুলো করবেন তা অত্যন্ত সহজ এবং সময় উপযোগী কাজ। আর যে মাধ্যমে আপনাকে পে করা হবে তা হলো পেপাল, পেওনিয়ার এবং স্ক্রিল পেমেন্ট মেথড। মূলত পেপাল আমাদের বাংলাদেশে বর্তমানে চালু না থাকলেও আপনার স্বজনদের বিদেশে কেউ থাকলে তাদের থেকে পেপাল অ্যাকাউন্ট তৈরী করে নিতে পারবেন।

4. Neobux বা নিউবাক্স

নিউ বাক্স এটিও একটি খুব জনপ্রিয় পেইড টু ক্লিক বা পিটিসি ওয়েবসাইট। যেখানে আপনি এড দেখে ইনকামের সুযোগ পাবেন। পাশাপাশি এটি সি বা পেটু ক্লিক হওয়ায় খুব সহজ কাজগুলোর মাধ্যমে অল্প সময়ের ভিতরে মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন। যে টাকাগুলো আপনি ইনকাম করবেন তার উত্তোলনের পদ্ধতি হলো পেপাল, নেটেলার এবং স্ক্রিল এর মাধ্যমে। আমাদের দেশে পেমেন্ট মেথড পেপাল সাপোর্ট নেই, তবে স্ক্রিলে টাকা উত্তোলন করা সহজ।

5. Scarlet Clicks বা স্কারলেট

স্কারলেট ক্লিকস এটিও একটি অ্যাড দেখে টাকা ইনকামের পপুলার একটি সাইট। যেটি দীর্ঘদিন ধরে পিটিসি বা পেটুক ক্লিক এর উপর ভিত্তি করে ইনকামের টাকা পে করে থাকে। আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যাড দেখবেন এবং তা দেখে ইনকাম বা আয় করতে পারবেন। আর যে টাকাগুলো আয় করবেন সেগুলো উইথড্র বা উত্তোলন করতে পারবেন পেপাল, পেঈর বা পাঈর এবং এয়ারটিএম এর মাধ্যমে। 

6. Paidverts বা পেইডভার্টস

পেইড ভার্টস ও একটি এড দেখে টাকা ইনকাম এর জনপ্রিয় সাইট বা ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এড দেখে টাকা ইনকামের সুযোগ পাবেন। এই সাইডে যে ইনকাম জেনারেট করবেন তার পরিমাণটা আপনার একাউন্টের অবস্থার উপরে ডিপেন্ড করবে। আপনি যে ইনকাম টা করবেন এখান থেকে তা পেপাল, বিটকয়েন এবং পাঈর বা পেয়ার বা পাঈর এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

7. PTCShare বা পিটিসি শেয়ার

পিটিসি শেয়ার ও হলো একটি খুব জনপ্রিয় প্লেয়ার দেখার ওয়েবসাইট বা সাইট। যেখানে আপনি বৈচিত্র্যময় এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এটি ইনকাম করার জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে যেগুলো আপনি সম্পূর্ণ করলে খুব সহজেই একটা ইনকাম চলে আসে। এটিও একটি কেয়ার দেখে ইনকাম করার পিটিসি ভালো প্ল্যাটফর্ম। যে ইনকাম করবেন তা পেপাল, পাঈর এবং এয়ারটিএম এর মাধ্যমে।

8. PrizeRebel বা প্রাইজ রেবেল

প্রাইজ রেবেল ও একটি পুরনো জিপিটি সাইট, যেখানে আপনি এড বা বিজ্ঞাপন দেখে এবং বিভিন্ন সার্ভে পূরণ করে আয় করতে পারবেন। এখানে যে কাজগুলো করবেন তা খুবই সহজ এবং কাজের ইনকামটা আপনাকে পয়েন্টের মাধ্যমে দেওয়া হবে। আর যে ইনকামটা হবে সেটি আপনি পেপাল, অ্যামাজন পেয়ে এবং অন্যান্য গিফট কার্ডের মাধ্যমে আপনার নির্দিষ্ট পয়েন্ট উত্তোলন করতে পারবেন।

9. Adbtc বা এডিবিটিসি

এডিবিটিসি এটিও একটি সাইট, ট চিঠি মূলত স্ক্রিপ্টো কারেন্সি এর মাধ্যমে অর্থ আয় করার আপনাকে সুযোগ দেবে। এখানেও আপনি এড বা বিজ্ঞাপন দেখতে পারবেন এবং আপনাকে তার বিনিময়ে প্রে করা হবে বিটকয়েন দ্বারা। আর বিটকয়েন এবং অন্যান্য কারেন্সি গুলো বিটকয়েন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট এর মাধ্যমে উইথড্র করতে পারবেন।

10. GTPPlanet বা জিপিটি প্লানেট

এড দেখে টাকা ইনকাম করার আরো একটি হলো জিপিটি প্ল্যানেট। এটি ভিডিও, এড বা  বিজ্ঞাপন দেখার সাইট, যেখানে আপনি একাধিক বিজ্ঞাপন দেখতে পারবেন এবং আরো যে কাজগুলো করতে পারবেন, তা করে সহজেই আপনার কাঙ্ক্ষিত টাকা আয় করতে পারবেন। আর এটি একটি স্বনামধন্য জিপি টি সাইট। আর উইথড্র পদ্ধতি হচ্ছে পেপাল, পাইর এবং স্ক্রিলের মাধ্যমে আপনার টাকাটা উত্তোলন করতে পারবেন।

11. Swagbucks বা সোয়াগ বাক্স

এটি যেমন ওয়েবসাইত আছে তেমন এটি একটি অ্যাপ ও বটে। যাইহোক, এই অ্যাপটির মাধ্যমে আপনি অ্যাড দেখে আপনার কাঙ্খিত টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবেন, যেমন বিজ্ঞাপন দেখা, সার্ভে করা এবং শপিংও করতে পারবেন। আর প্রতিটি কাজের জন্য আপনি পয়েন্ট (এসবি) পাবেন। 
Swagbucks-বা-সোয়াগ বাক্স
আরে পয়েন্ট আপনি নগদ অর্থ বা গিফট কার্ডে কনভার্ট বা রূপান্তর করতে পারবেন। আপনি এখান থেকে পেপাল, অ্যামাজন পে, এবং ও অন্যান্য গিফট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

12. InboxDollars বা ইনবক্স ডলারস

ইনবক্স ডলারস যা একটি জনপ্রিয় অ্যাপ ও বটে। এখানে আপনি এড বা বিজ্ঞাপন দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন এবং আরো ছোট ছোট অন্যান্য কাজও করতে পারবেন। যার বিনিময়ে আপনি ক্যাশ আকারে অর্থ পাবেন, যেটি পরে উত্তোলন করতে পারবেন। আর এখান থেকে আপনি পেপাল, চেক অথবা গিফট কার্ডের মাধ্যমে মিনিমাম আপনার ব্যালেন্স ৩০ ডলার হলেই উত্তোলন করতে পারবেন।

13. AdWallet বা এড ওয়ালেট

এড ওয়ালেট ও একটি জনপ্রিয় অ্যাপ, যেখান থেকে আপনি এড বা বিজ্ঞাপন দেখে সরাসরি ক্যাশ বা নগদ অর্থ আয় করতে পারবেন। আপনি একজন ব্যবহারকারী হিসেবে প্রতিটি এড দেখে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এবং সর্বনিম্ন ১০ ডলার ইনকাম হলে উত্তোলন করতে পারবেন। এখান থেকে টাকা উত্তোলনের পদ্ধতি হলো পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে।

14. Slidejoy বা স্লাইড জয়

স্লাইড জয় একটি মোবাইল অ্যাপস, যেখানে আপনার মোবাইলটি লক স্ক্রীন থাকা অবস্থায় বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করার সুযোগ দেয়। যতবার আপনি স্ক্রীন আনলক করতে যাবেন সে সময় আপনাকে বিজ্ঞাপন দেখাবে এবং আপনার ব্যালেন্সের পয়েন্ট জমা হবে। আর আপনি পেপাল এবং অন্যান্য বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে পয়েন্ট টাকা রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।

15. Google Opinion Rewards বা গুগল ওপিনিওন রিওয়ার্ডস

গুগল ওপেনিয়ন রিওয়ার্ডস ও একটি জনপ্রিয় মোবাইল অ্যাপস, যেখানে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আবার এখানে বিভিন্ন বিষয়ে ওপেনিয়ন বা মতামত ব্যক্ত করার মাধ্যমে আপনি পয়েন্ট উপার্জন করবেন আর এটি পরে অর্থের কনভার্ট করতে পারবেন।এটি আপনি গুগল প্লে ক্রেডিট এবং পেপালের মাধ্যমে উইথড্র করতে পারবেন।

 16. PaidViewpoint বা পেইড ভিউ পয়েন্ট

পেইড ভিউ পয়েন্ট এটিও এড দেখে টাকা ইনকাম এর একটি নির্ভরযোগ্য অ্যাপ, যেখানে আপনি বিভিন্ন অ্যাড দেখে টাকা ইনকাম করবেন। পাশাপাশি আপনি সার্ভে করে ও ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতিটি সার্ভে করার জন্য একজন সার্ভে কারী হিসেবে অর্থ পাবেন। আর আপনার নির্দিষ্ট ব্যালেন্স পেপাল এর মাধ্যমে সর্বনিম্ন ১৫ ডলার হলেই উত্তোলন করতে পারবেন।

17. AppTrailers বা অ্যাপ ট্রেইলারস

অ্যাপ ট্রেইলার্স এটি ও একটি অ্যাপ, যেখানে আপনি বিভিন্ন এ্যাড দেখা সহ ভিডিও দেখেও আয় বা ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি এক্ষেত্রে প্রতিটি ভিডিও দেখার বিনিময়ে কয়েন উপার্জন করবেন, যেটি পরবর্তীতে ক্যাশ বা নগদ অর্থের রূপান্তর করতে পারবেন। আর আপনাকে এখান থেকে পেপাল এবং অন্যান্য বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট টাকা উত্তোলন করতে পারবেন।

18. You-Cubez বা ইউ কিউবেজ

ইউ কিউবেজ যদিও একটি নামকরা অ্যাপ, যেখানে আপনি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন।এক্ষেত্রে আপনি নির্দিষ্ট কাজগুলোতে ক্লিক করার মাধ্যমে অর্থ ইনকাম করতে পারবেন। আপনি একজন ব্যবহারকারী হিসেবে এ্যাপ্টি থেকে টাকা ক্লিক করবেন আর তাদের দেখানো নিয়ম ও নির্দেশিকা মেনে ইনকাম করবেন। এখানে আপনি পেপাল এবং ব্যাংক ট্রান্সফারের টাকা উত্তোলন করতে পারবেন।

19. Current Rewards বা কারেন্ট রিওয়ার্ডস

কারেন্ট রিওয়ার্ডস অ্যাপটি আপনি একজন ব্যবহারকারী হিসেবে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে এবং বিজ্ঞাপন লেখার মাধ্যমে অর্থ আয় করতে পারবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের মিউজিক বা সংগীত শুনে ও ইনকাম করতে পারবেন। 

আরো পড়ুনঃ অনলাইনে রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল

আর এখান থেকে আপনি, পেপাল গিফট কার্ড এবং বিভিন্ন ক্রিপটোকারেন্সির মাধ্যমে আপনার ব্যালেন্স উত্তোলন করতে পারবেন। 

20. CashPirate বা ক্যাশ পাইরেট

ক্যাশ পাইরেট এটিও একটি এড দেখে টাকা ইনকাম এর অ্যাপ, যেটিতে আপনি এড বা বিজ্ঞাপন দেখা, অ্যাপ ডাউনলোড এবং অন্যান্য কাজ করার মাধ্যমে পয়েন্ট পাবেন। প্রতি এক হাজার পয়েন্টে আপনাকে প্রায় এক ডলার প্রদান করা হবে, যেটি আপনার ব্যালেন্সে আয় হিসাবে যোগ হবে। 
CashPirate-বা-ক্যাশ-পাইরেট
পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে সর্বনিম্ন আড়াই (২.৫) ডলার জমা হলেই আপনার নির্দিষ্ট ইনকামটি উত্তোলন করতে পারবেন।

লেখকের শেষ মন্তব্য

এড দেখে টাকা ইনকাম আর্টিকেলটিতে ১০টি অ্যাপ ও ১০টি ওয়েবসাইটি সহকারে মোট ২০টি এড বা বিজ্ঞানপ দেখে টাকা ইনকামের প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আপনার যদি বেশি সময় থাকে এবং অল্প পরিসরে অনলাইন থেকে টাকা ইনকাম এর স্বপ্ন থাকে, তাহলে আপনি উক্ত ব্লগটি পড়ে আইডিয়া নিয়ে নির্দিষ্ট প্লাটফর্ম গুলোর নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে কাজ করুন আর ইনকাম করুন। আরো ব্লগ পেতে আমাদের সাইট এর সাথেই থাকুন ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ নোট রাখুন যে এই ধরণের ইনকামের ওয়েবসাইট এবং অ্যাপগুলোতে এড দেখে যে টাকা ইনকামের ব্যাপারগুলো একটু সতর্কতার সাথে আপনাকে কাজ করতে হবে। এক্ষেত্রে, নির্দিষ্ট যে অ্যাপ বা সাইটটি ইনকামের জন্য যেই রুলস এবং নির্দেশিকাগুলো দিবে তা চোখ কান খুলা রেখে আপনার তথ্য ও ইনফরমেশন ডিটেইলস দিবেন। 

আর পারত পক্ষে সর্টকাটে খুব বেশি ইনকাম করা যায়না, তাই লং টাইম এবং দীর্ঘ সময় ধরে ইনকামের উপায়গুলো অনলাইন রিসার্চের মাধ্যমে খুঁজুন এবং তা অনুযায়ী পদক্ষেপ নিন। এক্ষেত্রে, আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও এসইও এবং অন্যান্য কাজগুলো শিখলেই প্রচুর ইনকামের সম্ভাবনা রয়েছে। আপনি গুগল এড এবং ফেসবুক এডভার্টাইজ ও বস্টিং শিখেও অসামান্য আয় করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url