৫টি শিক্ষা প্রযুক্তির নাম ও ব্যবহারহার্ডওয়্যার ও সফটওয়্যার কি এই বিষয়টি জানতে পড়তে থাকুন ব্লগটি। হার্ডওয়্যার ও
সফট কম্পিউটারের দু'টি এমন প্রধান উপাদান যা একটির সঙ্গে মিলিত হয়ে যেকোনো ডিভাইস
বা যন্ত্রাংশকে কার্যকর করে তোলে।
প্রিয় পাঠক, Hardware হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান পার্ট এবং Software
হলো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা হার্ডওয়্যারের সঙ্গে মিলে কাজ করে। নিম্নে
বিস্তারিত বর্ণনা করছি।
পোস্টের সূচীপত্রঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি সহকারে সংশ্লিষ্ট বিষয়গুলো
জানুন।
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি ব্যাপারটি এখানে লিখছি। Hardware and Software
কম্পিউটারের দু'টি অপরিহার্য অংশ। এই দুইটি এলিমেন্ট পরস্পরের সঙ্গে সমন্বয় করে
কাজ করে এবং এইভাবে দুটি উপাদান যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বৈদ্যতিক যন্ত্রগুলোকে
কার্যকরী করে। কম্পিউটারের ধারণাগুলোকে বোধগম্য করে তোলে হার্ডওয়্যার ও সফটওয়্যার
এর এমন ১০টি পয়েন্টে নিম্নে লিখছি।
হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার শব্দটি ইংরেজি শব্দ যার বাংলা তত্ত্বীয়
শব্দগত অর্থ হলো হার্ড মানে কঠিন এবং ওয়্যার মানে সচেতন। কিন্ত হার্ডওয়্যার এর
ইংরেজি-বাংলা ডিকশনারী অনুসারে অর্থ হলো লোহালক্কড় বা লোহা তামা ইত্যাদির ধাতব
পদার্থ। আর পারিভাষিক ভাষায় হার্ডওয়্যার হলো ফিজিক্যাল এলিমেন্ট বা দৃশ্যমান
উপাদান যেটা তরিৎ যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইসে দেখতে পাওয়া যায় এবং স্পর্শ বা
ধরা-ছোঁয়া যায়।
হার্ডওয়্যার যেগুলো দেখা ও স্পর্শ করা যায় সেগুলো হলো মাদার্বোর্ড, প্রসেসর,
র্যাম, হার্ড ড্রাইভ এবং এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ ইত্যাদি। প্রিয় পাঠক,
হার্ডওয়্যার এর সহজ সংজ্ঞা আপনি বলতে পারেন কম্পিউটারের দৃশ্যমান বা দেখা যায় এমন
পার্টস বা অংশগুলোকে হার্ডওয়্যার বলা হয়।
সফটওয়্যার কি? সফটওয়্যার এর শাব্দিক অর্থ হলো সফট মানে নরম এবং ওয়্যার
মানে সচেতন। আর সমন্বিত অর্থ হলো নরম বা সুক্ষ্ম বিষয় যার ভিতর ম্যাথ বা কিছু
হিসাব নিকাশ যুক্ত থাকে। সফটওয়্যার একটি ইন্ডিকেশন(নির্দেশনা) এবং প্রোগ্রাম বা
কর্মসূচী বা ম্যাথ বা অঙ্কের মত কিছু কোড বা সংকেত যার ভিতর দেওয়া থাকে।
আরো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
সফটওয়্যার এর সংজ্ঞা আপনি বলতে পারেন যার ভিতর প্রোগ্রামিং বা কোডিং দেওয়া থাকে
এবং যেটি কম্পিউটারের হার্ডওয়্যার বা শক্ত পদার্থগুলোকে নিয়ন্ত্রণ করে।
হার্ডওয়্যার এর পার্টস কাজ করতে পারবে না যদি সফটওয়্যার আপনি হার্ডওয়্যারে না
যুক্ত করেন। আর সফটওয়্যার মূলত কোডের তৈরী যা বিভিন্ন ডিভাইসকে নির্দিষ্ট কাজ
করার জন্য সক্ষমতা দান করে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্যঃ হার্ডওয়্যার হলো শারীরিক
পার্টস যেগুলোকে ধরা ছোঁয়া যায় বাট সফটওয়্যার হলো ইনভিজিবল বা দেখা যায় না এমন
পার্টস যাকে কেবল মাত্র পরিচালনার মাধ্যেম নিয়ন্ত্রণ করা যায়। হার্ডওয়্যার হলো
একটা স্টেবল বা স্থিতিশীল কম্পোনেন্ট অপরদিকে সফটওয়্যার হলো যা কেবল আপডেট বা
হালনাগাদ বা পরিবর্তন করা যায়।
হার্ডওয়্যারের বিভিন্ন ধরনঃ প্রিয় রিডার! আপনাকে জানতে হবে
যে হার্ডওয়্যারের মূলত ও প্রধানত ৪ টা ধরন বা অংশ রয়েছে। যথাঃ ১। ইনপুট
ডিভাইস বা তথ্য প্রবেশ করন যন্ত্র (মাউস, কিবোর্ড), ২। আউটপুট ডিভাইস বা ফলাফল
বের হওয়া যন্ত্র( মনিটর, প্রিন্টার), ৩। স্টোরেজ ডিভাইস বা ডাটা জমা রাখার যন্ত্র
বা মেমোরী (হার্ড ড্রাইভ, এস এস ডি), এবং ৪। প্রসেসিং ডিভাইস বা প্রক্রিয়া করন
যন্ত্র (সিপিইউ)। এই প্রত্যেকটি পার্টস এর নির্দিষ্ট ও নির্ধারিত কাজ আছ যা
সম্পূর্ণ সিস্টেমকে কার্যকরী করে তোলে।
সফটওয়্যারের বৈচিত্রময় ধরনঃ সফটওয়্যার মূলত দুই রকম, ১। সিস্টেম সফটওয়্যার
এবং ২। অ্যাপ্লিকেশন সিস্টেম। সিস্টেম সফটওয়্যার হলো যেমন অপারেটিং সিস্টেম
(উইন্ডোজ, লিনাক্স) যা হার্ডওয়্যারের কার্যক্রম বা প্রোগ্রাম কে পরিচালনা করে। আর
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা একজন ইউজারের নির্দিষ্ট কাজ করে
দিতে হেল্প করে। যেমন এম এস ওয়ার্ড বা অফিস, প্রসেসর এববং ব্রাউজার।
হার্ডওয়্যার ও সফটওয়্যারের সম্পর্কঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার
একটা আর একটার উপর পরস্পরের উপর নির্ভরশীল। এক্ষেত্রে হার্ডওয়্যার
ছাড়া সফটওয়্যার চলতে পারে না এবং সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারে
না। তাই বলা লাগে যে হার্ডওয়্যার কার্যকর হতে সফটওয়্যার এর অতীব
প্রয়োজন। হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়েই একসঙ্গে কাজ করে এবং
সমন্বিতভাবে একটা ডিভাইস বা যন্ত্রকে কাজ করতে সক্ষম
করে তোলে।
হার্ডওয়্যার আপগ্রেড করা যায়ঃ প্রিয় পাঠক, হার্ডওয়ারকে বিভিন্নভাবে
আপগ্রেড বা উন্নত করতে পারবেন যেগুলোর সাহায্যে তা হচ্ছে কম ক্ষমতা সম্পন্ন
কম্পিউটার কে বেশি ক্ষমতা সম্পন্ন করতে হলে একটি ক্ষমতা সম্পন্ন প্রসেসর লাগাতে
হবে এবং বড় সাইজের স্টোরেজ বা মেমোরি যোগ করতে হবে। আর এই উন্নত প্রসেসর
এবং বড় স্টোরেজ এর মাধ্যমে একটি কম্পিউটারের পারফরম্যান্স বা গতিময় কাজ
করে এবং সফটওয়্যারগুলোকে আরো কার্যকর করে তোলে।
সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তাঃ প্রিয় পাঠক, যেকোনো
সফটওয়্যার কে নিয়মিত আপডেট করা অত্যন্ত জরুরি। তা না করলে আপনার
কম্পিউটারের সফটওয়্যারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং নতুন ফিচার
এর সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হবেন। তাই ভাগ ফিক্স করতে এবং নতুন
ফিচার এর সাথে যুক্ত হতে এবং বিভিন্ন সিকিউরিটি বৃদ্ধি করতে সফটওয়্যার
আপডেট করা খুবই জরুরী। আর আপডেট করা সফটওয়্যার এর মাধ্যমে হার্ডওয়ারগুলো
আরো পারফরফর্মেন্স মুখর হয়ে যায়।
হার্ডওয়ার ও সফটওয়্যার ইন্টিগ্রেশন বা যুক্ত করনঃ হার্ডওয়্যার এবং
সফটওয়্যার এর সঠিক সমন্বয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যদি কোন
সফটওয়্যার নির্দিষ্ট হার্ডওয়্যার এর সাথে কম্পেটিবল বা সামঞ্জস্যপূর্ণ না হয়
তাহলে সেটি সঠিকভাবে কাজ করবে না। তাই কম্পিউটারের হার্ডওয়ারকে সঠিকভাবে
কাজ করাতে হলে সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ইন্টিগ্রেশন বা যুক্ত করতে
হয়। এক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপাররা হার্ডওয়ার নির্মাতাদের সাথে
নিবিড়ভাবে কাজ করে থাকে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার মেনটেন্যান্টেন্যান্স বা দেখাশুনাঃ হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা
করা প্রয়োজন। এজন্য হার্ডওয়ারকে প্রায় মেরামত বা পরিষ্কার করতে হবে এবং
সফটওয়্যার গুলোকে মাঝে মধ্যে আপডেট বা হাল লাগাত করতে হবে কিংবা নতুন
ইনস্টলেশন এর প্রয়োজন হতে পারে এমন বিষয় যুক্ত করে নিতে হবে। আর
রেগুলার মেনটেনেন্স বা দেখাশোনা করলে ডিভাইসকে দীর্ঘস্থায়ীভাবে সক্রিয় এবং
কার্যকর থাকে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি এ শিরোনামের আলোকে আমরা আপনার সামনে পেশ করালাম যে
আধুনিক টেকনোলোজির মূল্য বেইস বা ভিত্তি হচ্ছে এই হার্ডওয়্যার ও সফটওয়্যার।
যেকোনো ডিভাইসকে সক্ষম করতে এই দুইটি উপাদানের কোনো জুড়ি ও অন্ত নেই যেহেতু
সেহেতু কম্পোনেন্ট দুটির প্রতি যথেষ্ট সজাগ ও সতর্ক রাখা উচিত। আর মোদ্দা কথা হলো
হার্ডওয়্যার দৃশ্যমান এবং সফটওয়্যার অদৃশ্যমান।
হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে উদাহরণ দাও
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি বা কাকে বলে উদাহরণ সহ এখানে লিখছি। আমরা বলেছি
হার্ডওয়্যার বলা হয় প্রযুক্তির এমন উপাদান যা সফটওয়্যার এর অনুপস্থিতিতে কাজ করতে
পারে না এবং সফটওয়্যার বলা হয় এমন অদৃশ্যমান অংশকে যাতে প্রোগাম ও কোড দেওয়া থাকে
এটি ছাড়া ও হার্ডওয়্যার কাজ করতে পারবে না। হার্ডওয়্যার এর উদাহরণ কিবোর্ড,
মাউস, মাদারবোর্ড ইত্যাদি এবং সফটোয়্যারের উদাহরণ হলো অপারেটিং সিস্টেম,
অ্যাপ্লিকেশন সিস্টেম এবং মাইক্রোসট ওয়ার্ড ইত্যাদি।
সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পাঁচটি পার্থক্য
সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পাঁচটি পার্থক্য এখানে লিখছি।
-
হার্ডওয়্যার হলো দৃশ্যমান ও স্পর্শযোগ্য এবং সফটওয়্যার অদৃশ্যমান ও পরিচালনা
যোগ্য।
-
হার্ডওয়্যার এর ফিজিক্যাল পার্টস যথা মাউস ও কিবোর্ড এবং সফটওয়্যার হলো
উইন্ডোজ ও অ্যাপ্লিকেশন।
-
হার্ডওয়্যার এর পরিবর্তন করতে হলে নতুন পার্টস ক্রয় করে নিতে হয় এবং
সফটওয়্যার হলো আপডেট বা রিইনস্টল করে আপগ্রেড করতে হয়।
-
হার্ডওয়্যার ড্যামেজ হলে মেরামত করা কঠিন হলেও সফটওয়্যা সমস্যা হলে দ্রুত
সমাধান করা যায়।
-
হার্ডওয়্যার বিদ্যুত ব্যতীত কাজ করেনা এবং সফটওয়্যার হার্ডওয়্যার ছাড়া কাজ
করতে পারেনা।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক এখানে লিখছি। হার্ডওয়্যার ও
সফটওয়্যার একটা আর একটার পরিপূরক অর্থাৎ সফটওয়্যার হার্ডওয়ারের কার্যক্রম
পরিচালনা করে আর হার্ডওয়্যার সফটওয়্যার এর নির্দেশনা বাস্তবায়ন
করে। হার্ডওয়ার সফটওয়্যার ছাড়া কাজ করতে পারেনা এবং সফটওয়্যার
ছাড়া হার্ডওয়ার কার্যকর হয় না। সেক্ষেত্রে উভয়ের সমন্বয়েই
কম্পিউটার বা যেকোনো ডিভাইস কার্যক্ষম হয়ে থাকে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার কত প্রকার
হার্ডওয়্যার ও সফটওয়্যার কত প্রকার ব্যাপারটি এখন বলছি। হার্ডওয়্যার
প্রধানত চার প্রকারঃ
- ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি।
- আউটপুট ডিভাই যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি।
- স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডাইভ, এসএসডি ইত্যাদি।
- প্রসেসিং ডিভাইস যেমন সিপিউ, জিপিইউ ইত্যাদি।
আর সফটওয়্যার প্রধানত দুই প্রকার যেমনঃ
- সিস্টেম সফটওয়্যার যথা অপারেটিং সিস্টেম, ড্রাইভার ইত্যাদি
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার যথা মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম ইত্যাদি
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর কাজ
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর কাজ নিয়ে এখানে লিখছি। হার্ডওয়্যারের কাজ হলো যেমনঃ
- তথ্য গ্রহণঃ এটি মাউস ও কিবোর্ডের মাধ্যমে করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণঃ সিপিইউ ও জিপিইউ এর মাধ্যমে করা হয়।
- তথ্যা সংগ্রহণঃ হার্ড ডাইভ ও এস এস ডির মাধ্যমে করা হয়।
- তথ্য প্রদর্শন ইত্যাদি। এটি মনিটর ও প্রিন্টারের মাধ্যমে করা হয়।
আর সফটওয়্যার এর কাজ হল যেমনঃ
- হার্ডওয়ার নিয়ন্ত্রণঃ যেমন অপারেটিং সিস্টেম এটি কন্ট্রোল করে।
- নির্দিষ্ট কাজ সম্পাদনঃ যেমন ডকুমেন্ট তৈরী ব্রাউজিং করা হয়।
- ডিভাইসের কার্যক্ষমতা বৃদ্ধিঃ ডিভাইসের কার্যক্রমকে গতিশীল করে।
-
ডেটা প্রসেসিং ও এনালাইসিস ইত্যাদি। সফটওয়্যার ডেটা বিশ্লেষণ প্রক্রিয়াকরণ
করে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে লিখ
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি এ সম্পর্কে এখানে লিখছি। আমরা ব্লগটির ভিতরে
ইতিমধ্যে আলোচনা করেছি যে হার্ডওয়ার হচ্ছে কম্পিউটারের দৃশ্যমান পার্টস বা
অংশগুলো যেমন মাদারবোর্ড, কিবোর্ড এবং মনিটর যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়,
ধরা যায় এবং স্পর্শ করা যায়।
আরো পড়ুনঃ অত্যাধুনিক যুগে কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা কত রকম জানতেই হবে
আর সফটওয়্যার সম্পর্কে যেটা লিখব সেটা হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে
যা কম্পিউটারের অদৃশ্যমান অংশ যা দেখা যায় না, ছোঁয়া যায় না
এবং ধরা যায় না ইত্যাদি। তবে হার্ডওয়ার সফটওয়্যার পরস্পরের পরিপূরক যার একটি
ছাড়া আরেকটি চলতে পারে না। হার্ডওয়ার গুলো ইলেকট্রিক বা বিদ্যুতের
দ্বারা কার্যকর হয় এবং সফটওয়্যার হার্ডওয়ারকে বিভিন্নভাবে পরিচালনা
করে।
তিনটি প্রধান সফটওয়্যার কি কি
তিনটি প্রধান সফটওয়্যার কি কি এখানে লিখছি। প্রিয় পাঠক, তিনটি
প্রধান সফটওয়্যার এর নাম যথাক্রমে ১। অপারেটিং সিস্টেম বা ওএস (OS)। উইন্ডোজ,
ম্যাকওএস, লিনাক্স ইত্যাদি যা হার্ডওয়ার সফটওয়্যার উভয় পরিচালনা করে।
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর
ইত্যাদি যা নির্দিষ্ট ধরনের স্বয়ংসম্পূর্ণ বিভিন্ন কাজ করে। ৩। সিস্টেম
সফটওয়্যার যেমন ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম ইত্যাদি যেগুলো হার্ডওয়্যার ও
সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটি?
হার্ডওয়ার সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী যে বিষয়টি তা হচ্ছে "সিস্টেম
সফটওয়্যার যথা ড্রাইভার এবং ইউটিলিটি প্রোগ্রাম" যেগুলো হার্ডওয়্যার এবং
সফটওয়্যার কে কার্যকর ভাবে সংযোগ স্থাপন করে সঠিকভাবে কাজ করে যার একটি ছাড়া
অপরটি অপরিপূর্ণ বা চলতে পারে না।
আমার শেষ কথাঃ
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি এ প্রশ্নের আলোকে উল্লেখিত আর্টিকেল
বা ব্লগটি লিখার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আপনি যদি উক্ত আর্টিকেল বা
ব্লগটি পড়ে থাকেন তাহলে হার্ডওয়ার এবং সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন বিষয়
সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন বলে আশা করছি। আরো এরকম উপকারী ও
সমৃদ্ধশালী আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট
আব্দুন নূর আইটি এর সাথে থাকুন
ইনশাআল্লাহ।
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তরঃ FAQ
কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়্যার কি?
কম্পিউটার হার্ডওয়ার যা দৃশ্যমান ও সফটওয়্যার যা অদৃশ্যমান।
কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়্যার কি
কম্পিউটারের হার্ডওয়ার ধরা যায় ছোঁয়া যায় ও সফটওয়্যার যা ধরা যায় না ও
ছোঁয়া যায়না ।
হার্ডওয়্যার কি?
হার্ডওয়্যার কম্পিউটারের হার্ড বা শক্ত উপাদান।
সফটওয়্যার কি?
সফটওয়্যার কম্পিউটারের সুক্ষ্ম ও অদৃশ্য উপাদান।
হার্ডওয়ার কাকে বলে?
হার্ডওয়্যার হলো কম্পিউটারের স্পর্শযোগ্য দৃশ্যমান অংশগুলো।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি?
হার্ডওয়্যার হলো কম্পিউটার সম্পর্কিত শারীরিক যন্ত্রপাতি আর সফটওয়্যার হলো
কম্পিউটারে কাজ করার জন্য এমন প্রয়োজনীয় প্রোগ্রাম ও কোডিং।
হার্ডওয়ার ও সফটওয়্যার পার্থক্য
হার্ডওয়্যার দৃশ্যমান যন্ত্রপাতি এবং সফটওয়্যার অদৃশ্য প্রোগ্রামিং।
সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বুঝায়?
সফটওয়্যার কম্পিউটারের কাজ করার নির্দেশনা এবং হার্ডওয়ার কম্পিউটারের শারীরিক
উপাদান।
কোনটির হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি?
কম্পিউটার।
সফটওয়্যার কাকে বলে ও কি কি?
সফটওয়্যার হলো কম্পিউটার দ্বারা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য প্রোগ্রাম আর
এগুলো হল অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার।
হার্ডওয়ার কি কি?
যেমন সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মাদার্বোর্ড, র্যাম, এইচডিডি বা হার্ড
ডিস্ক ড্রাইভ ইত্যাদি।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url