বিশ্বের সেরা ২০টি পোষাক ব্র্যান্ড: সবচেয়ে জনপ্রিয় ফ্যাশনেবল ব্র্যান্ডগুলো

বাংলাদেশের সবচেয়ে ভালো ১০টি মোবাইলবিশ্বের সেরা পোষাক ব্র্যান্ড যেগুলো খুব ফ্যাশনেবল এবং জনপ্রিয় সেগুলো জানবেন আজকের আর্টিকেলে। প্রিয় পাঠক, ফ্যাশন কার না ভালো লাগে, তো ফ্যাশন হচ্ছে স্টাইল আর এটি ফুটে উঠে পোষাকের ভিতর। 

বিশ্বের-সেরা-পোষাক-ব্র্যান্ড

সেরা পোশাকগুলো যারা বানায় তারাই ব্র্যান্ড। তো চলুন দেরি না করে জেনে নিই বিশ্বের সেরা পোষাকগুলো। উল্লেখ্য যে ফ্যাশন মানে পোষাক আর পোষাক মানে ব্র্যান্ড।

পেজ সূচীপত্রঃ বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ডগুলো যেগুলো খুব ফ্যাশনেবল জানুন

বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ড

বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ডগুলি সম্পর্কে লিখছি। মূলতঃ সেরা ব্র্যান্ড কোনগুলো সেগুলোর বাজেট, লোকের চয়েস, পোষাকে কি ধরনের ডিজাইন রয়েছে তা এবং স্টাইলিশ ফ্যাশন ইত্যাদির উপর নির্ভর করে। কিছু ব্র্যান্ড বা কোম্পানি রয়েছে যেগুলো তাদের জনপ্রিয়তা, ডিজাইন বা নকশা, গুনগতমান এবং ব্র্যান্ড ভেল্যুর উপর বারংবার প্রতি বছর গ্রহণযোগ্যতা পায়। 

আরো পড়ুনঃ জনপ্রিয় ১০ টি সফটওয়্যার এর নাম - ৫টি সফটওয়্যার এর নাম বাংলা

এখানে বিশ্বের নামিদামি ২০টি পোশাক বা ড্রেস কোম্পানি বা ব্র্যান্ডের নাম লিখা হলো। আশা করছি বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ড চিনতে সুবিধা হবে। তো চলুন পড়ে নিই।

গুচি Gucci

বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ড এর একটি অন্যতম ব্র্যান্ড গুচি। গুচি ইতালির একটি ব্র্যান্ড যেটিতে শুধু পোষাক বা ড্রেসই নয় বরং এই ব্র্যান্ডে রয়েছে বিভিন্ন ফ্যাশনের জুতা, হ্যান্ডব্যাগ, কম্পিউটার এর অ্যাক্সেসরিজ বা যাবতীয় টুলস এবং জিনিসপত্র ইত্যাদি রয়েছে। বিশেষ করে বিলাসবহুল এবং নামকরা ফ্যাশনের উচ্চমানের পোষাক। এবং এই ব্র্যান্ডের কম্পিউটারের হার্ডওয়্যারগুলো ও সমানে বিখ্যাত।

লুইস ভিটোন - Louis Vuitton

লুইস বা লুই ভিটোন ফরাসী বা ফ্রান্সের খুব আইকনিক এবং সুপার ব্র্যান্ডের নাম। এটির ব্র্যান্ড ভ্যেলু খুব হাই এবং এর চাহিদা ও প্রচুর ডিমান্ডেবল। এখানে যা পাওয়া যায় প্রায় সব কিছু বিলাসী আইটেম। এখানে রয়েছে টেকসই হ্যান্ডব্যাগ, জুতা এবং বিশেষত বিখ্যাত নকশা করা পোষাক। আর এই পোষাক এর জন্য রয়েছে বিলাসবহুল ফ্যাশন হাউজ।

প্রাডা - Prada

প্রাডা (Prada) ইতালীয় জনপ্রিয় এবং সেরা ব্র্যান্ড যেটির ফ্যাশন হাউজ খুব জাকজমকভাবে ইতালিতে অবস্থিত। এই ব্র্যান্ডে বিশেষভাবে যেই প্রোডাকটস সবচেয়ে বেশি সুখ্যাত ও প্রখ্যাত তা হচ্ছে চামড়ার জিনিসপত্র। আরো রয়েছে ভ্যেলুয়েবল পোশাক বা ফ্যাশনের ড্রেস। আরো রয়েছে এই ব্র্যান্ডে কম্পিউটারের সব মালামাল ইত্যাদি।

শ্যানেল - Chanel

শ্যানেল এটি ফ্রান্স বা ফরাসী একটি ব্র্যান্ড যার নাম সুনাম দিক-বিদিকে ছড়িয়ে আছে। এর যেমন প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজ রয়েছে। শ্যানেল ব্র্যান্ডের বিক্ষাত ও মূল্যবান নানা এ্যাক্সেসরিজ রয়েছে। এই ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর ও স্টাইলিশ এবং ক্লাসিক ড্রেস বা পোষাক রয়েছে। আবার এতে রয়েছে সুগন্ধি।

ডিয়র - Dior

ডিয়র (Dior) অত্যন্ত উচ্চমানের পোষাক সমৃদ্ধ দামী ব্র্যান্ড। এখানে বিভিন্ন প্রকারের সুগন্ধি ও সেন্টস রয়েছে। আবার মেয়েদের সাজ সজ্জার জন্য রয়েছে প্রসাধনী। আবার এখানে রয়েছে ব্র্যান্ডেবল পোশাক। এর ব্র্যান্ডের একটি বিলাসবহুল ফ্যাশন হাউজ ফরাসী বা ফ্রান্সে।

হার্মেস - Hermes

হার্মেস কোম্পানী যেটির প্রোডাকটগুলো খুব বিলাসবহুল হওয়ায় ব্র্যান্ডে রুপান্তরিত হয়েছে। কারণ কোনো সাধারণ কোম্পানীর প্রোডাক্ট খুব বেশি চল্লে, ফ্যাশন এবং প্রশিদ্ধ হয়ে গেলে তখন সেতি ব্র্যান্ডের মাল নামে পরিচিত হয়ে যায়। পরে সেই কোম্পানির মাল বেশি ফ্যাশনেবল এবং ডিজাইনফুল না হলেও নামে চলে যায়। ব্র্যান্ডিতে রয়েছে হ্যান্ডব্যাগ, পোশাক এবং অ্যাক্সেসরিজ ইত্যাদি।

ফেন্ডি - Fendi

ফেন্ডি একটি বিখ্যাত ইতালীয় ব্র্যান্ড যে ব্র্যান্ডিতে রয়েছে রকমারি আকর্ষণীয় প্রোডাক্ট। যেমন এতে রয়েছে নকশা করা পোশাক, ভ্যালুয়েবল এক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের চামড়ার জিনিসপত্র।

বার্বারি - Burberry

বার্বারি বিশ্বসেরা ব্র্যান্ড যেটি ব্রিটেনে অবস্থিত। এই ব্র্যান্ডের হাউসটিও খুব ফ্যাশনের সাথে বিলাস বহুল করে তৈরি করা হয়েছে। ব্রিটিশ বার্বারি ব্র্যান্ডে  বৈচিত্র্যময় কোট, ট্রেঞ্চ এবং এবং আরো রয়েছে অ্যাট্রাক্টিভ ডিজাইনের পোশাক এবং পোশাকের জন্য খুব বিখ্যাত।

ভ্যালিন্টিনো - Valentino

ভ্যালেন্টিনো এটিও একটি ইতালীয় ব্র্যান্ড। যে ব্র্যান্ডের পণ্যগুলো হচ্ছে খুব নামিদামি এবং মূল্যবান।ভ্যালিনটিনো ব্র্যান্ডের পণ্যগুলো হচ্ছে যথাক্রমে অ্যাক্সেসরিজ, জুতা এবং উচ্চ মানের নকশী পোশাক।

জিভেঞ্চি - Givenchy

জিভেঞ্চি ও একটি সেরা ও জনপ্রিয় বিশ্বব্যাপী ব্র্যান্ড। জিভেঞ্চি ব্র্যান্ডের সুখ্যাত নামকরা প্রোডাক্টগুলো হচ্ছে যেমন জুতা, কম্পিউটারের নানা এক্সেসরিজ এবং খুব আকর্ষণীয় উচ্চমানের পোশাক-আশাক।

সেন্ট লরেন্ট - Saint Laurent

সেন্ট লরেন এটিও একটি বিশ্বসেরা ব্র্যান্ড।  এই ব্র্যান্ডি ফ্রান্স এর। বিলাসবহুল তার একটি ফ্যাশন হাউজ রয়েছে। সেন্ট লরেন্ট এর অন্যগুলো হচ্ছে রক এন্ড রোল অনুপ্রাণিত পোশাক এবং কম্পিউটার এর জিনিসপত্র বা এক্সেসরিজ।

রিক ওয়েনস - Rick Owens

রিকোয়েন্স একজন ব্যক্তির নাম যিনি একজন আমেরিকান ডিজাইনার তার নামে এই ব্র্যান্ডটি। এ ব্র্যান্ডের রয়েছে অ্যাট্রাক্টিভ অলংকার এবং গথিক অনুসৃত পোশাক-আশাক।

আলেকজেন্ডার ম্যাককুইন - Alexander McQueen

আলেকজান্ডার ম্যাককুইন এটি বিশ্ব সেরা পোশাক ব্র্যান্ডের অন্যতম একটি ব্র্যান্ড। আলেকজান্ডার ম্যাককুইন একজন ব্রিটিশ ডিজাইনার। তার নামে এই দামী ব্রান্ড টি। এই ব্র্যান্ডের অন্যতম পন্য হচ্ছে অ্যাভান্ট গার্ডে পোশাক এবং রকমারি ফ্যাশনের নানা জিনিসপত্র।

ভেটেমেন্টস - Vetements

ভেটেমেন্টস এটি একটি ফ্রান্স ব্র্যান্ড। ভেটেমেন্টেস এর হাউসটিও অত্যন্ত বিলাসবহুল। এতে রয়েছে ডিকনস্ট্রাক্টেড নকশার পোশাক। আরো রয়েছে বিভিন্ন ওভারসাইজড পোশাক। 

ওম্বিয়া - Off-White

ওম্বিয়া এটিও একটি আমেরিকান ব্র্যান্ড। এই ব্র্যান্ডে রয়েছে বৈচিত্র্যময় সুন্দর ও আকর্ষণীয় পোশাক।আর এই ব্র্যান্ড টি হচ্ছে স্ট্রিটওয়্যার ব্র্যান্ড। এতে আরো সীমিত-স্করণের এবং হাইপ-স্ট্রিটওয়্যার পোশাক।

স্টোন আইল্যান্ড - Stone Island

স্টোন আইল্যান্ড এটি একটি ইতালির ব্র্যান্ড। এই ব্র্যান্ড টিতে রয়েছে উচ্চ মানের ক্যাজুয়াল সব পোশাক আশাক। আরো রয়েছে এতে স্ট্রিটওয়্যার ডিজাইনফুল ড্রেস। এবং স্টোন আইল্যান্ডে রয়েছে টেকসই সব জ্যাকেটের সমাহার।

আয়ামে লেওন ডোর - Aime Leon Dore

আয়ামে লেওন ডোর এটিও একটি খুব উন্নত এবং সমৃদ্ধশালী একটি ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ড টির অবস্থান আমেরিকাতে। যেখানে রয়েছে সব ধরনের ক্লাসিক এবং ঐতিহ্যবাহী ও টাইমলেস এবং স্ট্রিটওয়্যার পোশাক-আশাক। উল্লেখ্য স্ট্রিটওয়্যার মানে হচ্ছে ক্যাসুয়াল স্টাইলিস ক্লোথ বা কাপড়-চোপড়।

আরো পড়ুনঃ কম দামে ভালো ফোন 2024 দাম

সুপ্রিম - Supreme

সুপ্রিম ও একটি বিখ্যাত ব্র্যান্ড। যেখানে রয়েছে সকল ধরনের স্ট্রিটওয়্যার বা ক্যাসুয়াল স্টাইলিশ পোশাক। এটি যুক্তরাষ্ট্রের একটি ব্র্যান্ড। সীমিত সংস্করণের সব পোষাকের জন্য এটি বিক্ষাত। সীমিত সংস্করণ মানে যা একটি পরিমিত বা নির্দিষ্ট করে তৈরী করে। খুব অল্প সময়ে শেষ হয়ে যায়।

গোল্ডেন গুস - Golden Goose

গোল্ডেন গুস ব্যান্ডটি ইতালী ভিত্তিক। এখানে রয়েছে বুটিক্সের মানে হাতে তৈরি করা বিভিন্ন কারুকার্যের সব উচ্চমানের জুতা এবং উচ্চ দামের বিখ্যাত সব কাপড় চোপড়। স্নিকার্সের সাথে যুক্ত একটি ব্র্যান্ড এটি।

ক্রেপাস - Knappe

ক্রেপাস ব্র্যান্ড টি সুইডেন এর। টিতে রয়েছে সব ধরনের স্বচ্ছ ও পরিষ্কার ডিজাইনের নামিদামি ড্রেস বা পোশাক। আরো রয়েছে দুর্দান্ত কিছু জিনিসপত্র।

শেষ কথা

বিশ্বের সেরা পোষাক ব্র্যান্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোকপাত করেছি। এই ব্র্যান্ডগুলো ছাড়াও আরো বিভিন্ন প্রডাক্টের ব্র্যান্ড রয়েছে সারা বিশ্বে। শুধু গুগলের সার্চ করলেই আপনি অনায়াসেই পেয়ে যাবেন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামকরা কিছু পোশাক রয়েছে। আজ ফ্যাশন, ডিজাইন এবং স্টাইল কেনা পছন্দ করে। 

যে কারো স্টাইলিশ জিনিস চোখে লাগে। তাই ব্র্যান্ড ভ্যালু জেনে পোশাক ক্রয় করুন। আরো এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url