১২ টি Tense এর গঠন ও চেনার উপায় বিস্তারিত জানুন

পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট সেরা ১০টি১২ টি Tense এর গঠন ও চেনার উপায় সহকারে জানতেই এখানে এসেছেন। ইংরেজী জানতে হলে টেন্স জানতে হবে, কারণ টেন্সকে ইংরেজী ভাষার মাদার বা প্রসূতী বা জননী বা মা বলা হয়। প্রিয় পাঠক, শুধু ইংরেজিই নয় যেকোনো ভাষার মেইন বা মূল হচ্ছে সেই ভাষার টেন্স বা ক্রিয়ার কাল। 

১২-টি-Tense-এর-গঠন

তাই সম্মানিত শিক্ষার্থী, আপনি যদি ইংরেজি জানতে চান তাহলে Tense টি খুব মজবুতভাবে আয়ত্ব করুন, দেখবেন সব কিছু সহজ লাগছে। নিম্নে চলুন টেন্স এর গঠন ও চেনার উপায় এবং উদাহরণগুলো জেনে নিই।

পেজ সূচীপত্রঃ ১২ টি Tense এর গঠন ও চেনার উপায় সহকারে বিস্তারিত জানুন

১২ টি Tense এর গঠন 

১২ টি Tense এর গঠন শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ব্যক্তিদের জন্য যাদের ইংরেজি ভাষা শিখার খুবই আগ্রহ রয়েছে। ইংরেজি ভাষা শিখতে হলে, তার টেন্সটা জানতে হবে। কারণ,  টেন্স হচ্ছে শুধু ইংরেজি নয় প্রত্যেকটি ভাষা শেখার জন্য মেইন বা পূর্বশর্ত। আর ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা যে ভাষাটা শিখলে পৃথিবীর বা বিশ্বের যে কোন দেশে গেলে এই ভাষার মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ, কমিউনিকেশন, 

আরো পড়ুনঃ ইউটিউব ভিডিও এসইও - youtube video seo বিস্তারিত জানুন

ইন্টারকানেকশন, কনভারসেশন বা কথোপকথন করা অর্থাৎ একজনকে আরেকজনের কাছে মনের ভাষা বুঝানো খুবই সহজ হয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী আপনি যদি ইংরেজির বারটি টেন্স সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন এবং এক্সপার্ট হয়ে যান 12 টি টেন্স এর উপর, তাহলে আপনার জন্য ইংলিশ একেবারে সহজসাধ্য হয়ে যাবে। সুতরাং আসুন সর্বপ্রথমে ইংরেজির ১২ টি টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে জেনে নিই। 

প্রথমে জানি যে টেন্স শব্দটি মূলত ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা কাজ করার সময়। প্রত্যেকটি টেন্স কাজের সাথে সম্পৃক্ত কাজ যেখানে টেন্স সেখানে। অর্থাৎ যে কোন কাজ সময়ের সাথে সংশ্লিষ্ট, পৃথিবীতে মূলত তিনটি সময়- একটি হচ্ছে অতীত, একটি বর্তমান আর একটি ভবিষ্যৎ। তাই মূলতঃ টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার প্রথম প্রেজেন্ট বা বর্তমান কাল, দ্বিতীয় পাস্ট বা অতীত কাল আর তৃতীয় হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ কাল। 

প্রিয় পাঠক, বুঝাতে চাচ্ছি যে, যে কোনো কাজ করতে হলে এই তিনটি সময়েই করতে পারবেন, হয় আপনাকে বর্তমান সময়ে করতে হবে, অথবা সেই কাজটি আপনি অতীতে করে এসেছেন, অথবা ভবিষ্যতে সেই কাজটা করবেন। আর এই প্রত্যেকটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত, 1. Indefinite বা simple বা সাধারণ 2. Continuous বা চলমান কিংবা ঘটমান 3. Perfect বা পুরা ঘটিত 4. Perfect continuous বা পুরা ঘটিত ঘটমান কিংবা চলমান। 

কাজেই, সব মিলিয়ে টেন্স হচ্ছে মোট ১২ প্রকার, 1. Present indefinite tense বা সাধারণ বর্তমান কাল 2. Present continuous tense বা চলমান কিংবা ঘটমান বর্তমান কাল 3. Present perfect tense বা পুরাঘটিত বর্তমান কাল 4. Present perfect continuous tense বা পুরাঘটিত ঘটমান কিংবা চলমান বর্তমান কাল 5. Past indefinite tense বা সাধারণ অতীতকাল 6. Past continuous tense বা চলমান কিংবা ঘটমান অতীতকাল 7. Past perfect tense বা পুরা ঘটিত অতীত কাল 

8. Past perfect continuous tense বা পুরা ঘঠিত ঘটমান কিংবা চলমান অতীত কাল 9. Future indefinite tense বা সাধারণ ভবিষ্যৎ কাল 10. Future continuous tense বা চলমান কিংবা ঘটমান ভবিষ্যৎ কাল 11. Future perfect tense বা পুরা ঘটিত ভবিষ্যৎ কাল 12. Future perfect continuous tense বা পুরা ঘটিত ঘটমান কিংবা চলমান ভবিষ্যৎ কাল। 12 টি টেন্স এর গঠন পর্যায়ক্রমে লিখছি। 

প্রিয় জানতে আগ্রহী ব্যক্তি, ১২ টি টেন্স এর গঠন জানতে হলে আপনাকে সর্ব প্রথমে কয়েকটি জিনিস জানতে হবে। একটি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ভার্ব বা ক্রিয়া, একটি হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর একটি হচ্ছে কমপ্লিমেন্ট কিংবা এক্সটেনশন। তো সাবজেক্ট মানে কর্তা যে কাজটি সংঘঠন বা সম্পাদন করে, আর ভার্ব বা ক্রিয়া মানে কাজটা অর্থাৎ করা, হওয়া, যাওয়া ইত্যাদি, 

অবজেক্ট মানে হচ্ছে কর্ম বা কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে, আর কমপ্লিমেন্ট মানে পরিপূরক অর্থাৎ কর্তা ক্রিয়া ও কর্ম বাদ দিয়ে যা থাকে অর্থাৎ যে অংশটুকু দ্বারা বাক্যের পরিপূর্ণতা লাভ করে, আর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ অর্থাৎ সাবজেক্ট(subject), ভার্ব(verb) এবং অবজেক্ট(object) ব্যতীত বাকি অংশটুকুই হচ্ছে এক্সটেনশন(extension) বা অতিরিক্ত অংশ, আর কেউ বলেন, ক্রিয়া ও কর্তা ব্যতীত বাকি সব এক্সটেনশন বা অতিরিক্ত অংশ।

কাজেই, কমপ্লিমেন্ট(complement) এবং এক্সটেনশন একই জিনিস। বিশেষ দ্রষ্টব্য: ১২ টি টেন্সের গঠন লিখার পূর্বে কয়েকটি জিনিস জেনে রাখতে হবে যেগুলো আমরা গঠনগুলোর মধ্যে লিখব সেগুলো যা সংক্ষেপে লিখছি অর্থাৎ সাবজেক্ট কে এস এবং ভার্বকে ভি এবং অবজেক্টকে ও এবং এক্সটেনশনকে ইএক্স এর মাধ্যমে লিখব। তো চলুন এখন  প্রথমেই জানি প্রথম টেন্স, 

প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালের গঠনঃ প্রথমে s+main v or v1+o+ex.। এরপরে দ্বিতীয় টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল এর গঠনঃ s+helping v am/is/are+main v+ing+o+ex.। এরপরে তৃতীয় টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকালের গঠনঃ s+ auxiliary verb have/has v+ v3+o+ex.। এরপরে চতুর্থ টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘঠিত ঘটমান বর্তমান কালের গঠনঃ s+ helping v have been/has been+ v+ing +o+ex. +for/from/since +time বা সময়। 

এরপরে পঞ্চম টেন্স, পাস্ট ইনডেফিনেট টেন্স বা সাধারণ অতীতকালের গঠনঃ s+v2+o+ex.। এরপরে ষষ্ঠ টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকালের গঠনঃ s+ helping verb was/were v1+ing +o +ex.। এরপরে সপ্তম টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত চলমান অতীতকাল এর গঠনঃ s+ auxiliary verb had +v3 + ex.। 

এরপরে অষ্টম টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘঠিত ঘটমান অতীত কাল এর গঠনঃ s+ had been + v1+ing + o+ ex. +for/from/since +time বা সময়। এরপরে নবম টেন্স, ফিউচার ইন্ডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎ কাল এর গঠনঃ s+ helping v shall/will +v1+ o+ex.। এরপরে দশম টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা চলমান ভবিষ্যৎ কাল এর গঠনঃ s+ shall be/will be+ v1+ing +o +ex.। 

এরপরে ১১তম টেন্স, ফিউচার পার্ফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎ কালের গঠনঃ s+ shall have/will have +v3 +o +ex.। এরপরে ১২ তম টেন্স, ফিউচার পার্ফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বা চলমান ভবিষ্যৎ কালের গঠনঃ s+ shall have been/will have been+ v1+ing +o +ex. +for/from/since +time বা সময়। উল্লেখ্য যে, ইংরেজিতে verb এর তিনটে form বা রূপ রয়েছে।  

এখানে v1 দ্বারা verb এর present form যাকে main verb ও বলা হয়,  v2 দ্বারা verb এর past form, v3 দ্বারা verb এর past participle form। s দ্বারা subject, v দ্বারা verb, o দ্বারা object, ex যারা extension বুঝানো হয়েছে যেগুলো ইতিপূর্বে বলা হয়েছে। আরো একটি বিষয় লক্ষ্যনীয় যে, প্রত্যেকটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে সেটি প্রেজেন্ট হোক পাস্ট হোক 

আর ফিউচার হোক শেষে একটা সময় বসবে যে সময়টির আগে ইংরেজিতে for, from since ইত্যাদি বসবে। এক্ষেত্রে, for অনির্দিষ্ট সময় বা ব্যাপক সময়ের জন্য ব্যবহার হয়, যার অর্থ হল যাবত ধরে, ধরিয়া, ব্যাপিয়া বা ব্যাপী ইত্যাদি বুঝায়। আর from যখন বাক্যে "থেকে বা হতে কিংবা হইতে" অর্থ থাকে তখন ব্যবহৃত হয়। 

আর since নির্দিষ্ট সময় বা সীমিত সময়ের জন্য ব্যবহার হয়, এক্ষেত্রে যখন শব্দগুলো মাসের নাম হয় যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,   আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ইত্যাদি; অথবা সাপ্তাহিক বা ৭ দিনের নাম হয় যেমন সেটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েন্সডে বা ওয়েডনেসডে, থার্স ডে এবং ফ্রাইডে ইত্যাদি থাকে; আবার সামনের বছর বা পূর্বের বছর ইত্যাদি শব্দের ক্ষেত্রে since ব্যবহার হয় যার অর্থ হয় থেকে বা হতে বা ধরে ইত্যাদি। 

১২ টি tense এর সংজ্ঞা

১২ টি টেন্স এর সংজ্ঞা বা পরিচিতি এখানে পর্যায়ক্রমে লিখছি। সর্ব পথমে present indefinite tense বা সাধারণ অতীতকালের সংজ্ঞা হলোঃ বর্তমানকালে কোন কাজ সাধারণত করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বুঝায়। Present continuous tense বা চলমান বর্তমান কালের সংজ্ঞা ঃ বর্তমানকালে কোন কাজ চলতেছে যাইতেছে খাইতেছে ইত্যাদি বুঝায়। 

১২-টি -tense-এর-সংজ্ঞা

Present perfect tense বা পুরা ঘটিত বর্তমান কালের সংজ্ঞা ঃ বর্তমানকালে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান এমনটি বুঝায়। Present perfect continuous tense বা পুরাঘটিত ঘটমান বা চলমান বর্তমান কালের সংজ্ঞা ঃ কোনো কাজ বর্তমানকালে সময় ধরে বা যাবত চলতেছে যাইতেছে খাইতেছে ইত্যাদি বুঝায়। 

Past indefinite tense বা সাধারণ অতীত কালের সংজ্ঞা ঃ অতীতকালে কোনো কাজ সাধারণত খেল, গেল এবং চল্ল ইত্যাদি বুঝায়। Past continuous tense বা চলমান অতীতকালের সংজ্ঞা ঃ অতীতকালে কোনো কাজ চলতেছিল খাইতেছিল যাইতেছিল ইত্যাদি বুঝায়। Past perfect tense বা পুরাঘটিত অতীতকালের সংজ্ঞা ঃ অতীতকালে একটি কাজ ঘটার পূর্বে আরেকটি কাজ ঘটিয়া ছিল এমনটি বুঝায়। 

তো এই টেন্সে দুইটি ঘটনার দুইটা দুই টেন্স থাকে যার একটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট আর অপরটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে যে ঘটনাটা আগে ঘটিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স আর অপরটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স। Past perfect continuous tense বা পুরা ঘটিত ঘটমান বা চলমান অতীতকালের সংজ্ঞা ঃ অতীতকালে একটি ঘটনা ঘটার পূর্বে আরেকটি ঘটনা সময় ধরে ঘটিয়া ছিল বুঝায়। 

এখানেও পাস্ট পারফেক্ট টেন্স এর মতো কথা রয়েছে যেটি মিলিয়ে নিতে হবে। Future indefinite tense বা সাধারণ ভবিষ্যৎকালের সংজ্ঞা ঃ ভবিষ্যৎ কালে কোনো কাজ করবে, হবে, যাবে ও খাবে ইত্যাদি বুঝাবে। Future continuous tense বা ভবিষ্যৎ কালে কোনো কাজ চলতে থাকবে, হইতে থাকবে ও যাইতে থাকবে ইত্যাদি বুঝাবে। 

Future perfect tense বা পুরা ঘটিত ভবিষ্যৎ কালের সংজ্ঞা ঃ ভবিষ্যৎ কালে একটি ঘটনা ঘটার পূর্বে আরেকটি ঘটনা ঘটিয়া থাকিবে বুঝাবে। Future perfect continuous tense বা পুরা ঘটিত ঘটমান বা চলমান ভবিষ্যৎ কালের সংজ্ঞা ঃ ভবিষ্যৎকালে কোন ঘটনা বা কাজ একটির আগে আরেকটি সময় ধরে ঘটিয়া থাকিবে বুঝাবে।

১২ টি tense চেনার উপায়

Present indefinite tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে য়, এ কার, ই, ই কার ইত্যাদি চিহ্ন থাকা।  present continuous tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছে, তেছেন, তেছি, তেছো কিংবা চ্ছে, চ্ছেন, চ্ছ, চ্ছি, ইত্যাদি চিহ্ন থাকা। present perfect tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছে, ইয়াছেন, ইয়াছ, ইয়াছি কিংবা য়েছে, য়েছেন, য়েছ, য়েছি ইত্যাদি চিহ্ন থাকা। 

এখানে একটি সাধু ও  আরেকটি চলিত হিসেবে ব্যবহার হয়। present perfect continuous tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছে, তেছেন, তেছি, তেছো কিংবা চ্ছে, চ্ছেন, চ্ছ, চ্ছি এবং বাক্যের শেষে সময় থাকবে। past indefinite tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ল, লা, লে, লাম  ইত্যাদি চিহ্ন থাকিবে past continuous tense চেনার উপায়ঃ 

বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিল, তেছিলেন, তেছিলা, তেছিলাম কিংবা চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, চ্ছিলা, চ্ছিলাম ইত্যাদি চিহ্ন থাকিবে। past perfect tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছিল, ইয়াছিলেন, ইয়াছিলা, ইয়াছিলে, ইয়াছিলাম কিংবা য়েছিল, য়েছিলেন, য়েছিলা, য়েছিলে, য়েছিলাম ইত্যাদি চিহ্ন থাকিবে। past perfect continuous tense চেনার উপায়ঃ

 তেছিল, তেছিলেন, তেছিলা, তেছিলে, তেছিলাম কিংবা চ্ছিল, চ্ছিলেন, চ্ছিলা, চ্ছিলে, চ্ছিলাম এবং বাক্যের শেষে সময় থাকিবে। future indefinite tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে বে, বেন, বা, বে, ব ইত্যাদি চিহ্ন থাকিবে। future continuous tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি চিহ্ন থাকিবে।  

future perfect tense চেনার উপায়ঃ য়া থাকিবে, য়া থাকিবেন, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিব ইত্যাদি চিহ্ন থাকিবে। future perfect continuous tense চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি চিহ্ন  এবং বাক্যের শেষে সময় থাকিবে।

১২ টি Tense  এর নাম

এখানে 12 টি টেন্স এর নাম যেগুলো ইংরেজি ও বাংলায় লিখছি। প্রথমে ১২টি Tense এর নামগুলো পর্যায়ক্রমে লিখছি। তো প্রথমে আমরা ইংরেজিতে লিখব এরপরে বাংলায়। তো চলুন আগে ইংরেজি নামগুলো জেনে নিন। Present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, past indefinite tense, past continuous tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এখন বাংলায় , সাধারণ বর্তমান কাল, চলমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বা চলমান বর্তমান কাল, সাধারণ অতীত কাল, চলমান অতীত কাল, পুরাঘটিত অতীত কাল, পুরাঘটিত চলমান অতীত কাল, সাধারণ ভবিষ্যৎ কাল, চলমান ভবিষ্যৎ কাল, পুরা ঘটিত ভবিষ্যৎ কাল এবং পুরা ঘটিত ঘটমান বা চলমান ভবিষ্যৎ কাল। 

12 tense structure with example

প্রিয় পাঠক, আমরা ইতিমধ্যেই বারটি টেন্সের স্ট্রাকচার বা গঠন লিখেছি। আর এখন  ১২ টি টেন্স এর উদাহরণ সিরিয়ালি বা পর্যায়ক্রমে লিখছি যেগুলো পর্যায়ক্রমে মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন। এক নম্বর টেন্স এর উদাহরণঃ আমি যাই I go, আমরা যাই We go, সে যায় he or she goes, তারা যায় They go, তুমি যাও You go, তোমরা যাও You go। দুই নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি যাইতেছি I am going, আমরা যাইতেছি we are going, সে যাইতেছে he or she is going,

তারা যাইতেছে they are going, তুমি যাইতেছ you are going, তোমরা যাইতেছ you are going। তিন নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি গিয়েছি I have gone, আমরা গিয়েছি we have gone, সে গিয়েছে he or she has gone, তারা গিয়েছে they have gone, তুমি গিয়েছো you have gone, তোমরা গিয়েছো you have gone,  চার নম্বর টেনসের উদাহরণ ঃ আমি দুই ঘন্টা ধরে যাইতেছি I have been going for 2 hours, আমরা পাঁচ দিন ধরে যাইতেছি we have been going for 5 days, 

সে শনিবার থেকে যাইতেছে he or she has been going since Saturday , তারা জানুয়ারি মাস ধরে যাইতেছে they have been going since January month, তুমি শনিবার থেকে যাইতেছ you have been going since Saturday, তোমরা এক সপ্তাহ ধরে যাইতেছে you have been going for a week। পাঁচ নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি গেলাম I went, আমরা গেলাম we went, সে গেল he or she went, তারা গেল they went, তুমি গেলা you went, তোমরা গেলা you went।

 ৬ নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি যাইতেছিলাম I was going, আমরা যাইতেছিলাম we were going, সে যাইতেছিল he or she was going, তারা যাইতেছিল they were going, তুমি যাইতেছিলে you were going, তোমরা যাইতেছিলে you were going। ৭ নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি ভাত খেয়েছিলাম I had eaten rice , আমরা ভাত খেয়েছিলাম we had eaten rice, 

সে খেয়ে ভাত খেয়েছিল he or she had eaten rice, তারা ভাত খেয়েছিল they had eaten rice, তুমি ভাত খেয়েছিলা you had eaten rice, তোমরা ভাত খেয়েছিলা you had eaten rice। অথবা, ডাক্তার আগমনের পূর্বে শিমু মারা গেল Shimu had died before the doctor came। ডাক্তার আগমনের পরে নয়ন মারা গেল Noyon died before the doctor had come । 

৮ নম্বর টেনসের উদাহরণ ঃ আমি দশ মিনিট ধরে সালাত আদায় করতে ছিলাম I had been performing the Salah for 10 minutes। অথবা, সে আসার পূর্বে তারা ১০ মিনিট ধরে ভাত খাইতেছিল they had been eating rice for 10 minutes before he came। তারা 20 minute যাবত ভাত খাওয়ার পরে সে খাইল he ate after they had been eating rice for 20 minutes । 

নয় নম্বর টেন্স এর উদাহরণ ঃ আমি ভাত খাব I shall eat rice, আমরা ভাত খাব we shall eat rice, সে ভাত খাবে he or she will eat rice, তারা ভাত খাবে they will eat rice, তুমি ভাত খাবে you will eat rice, তোমরা ভাত খাবে you will eat rice। ১০ নম্বর টেন্স এর উদাহরণঃ আমি ভাত খাইয়া থাকিব I shall be eating rice, আমরা ভাত খাইয়া থাকিব we shall be eating rice, সে ভাত খাইয়া থাকিবে 

he or she will be eating rice, তারা ভাত খাইয়া থাকিবে they will be eating rice, তুমি ভাত খাইয়া থাকিবে you will be eating rice, তোমরা ভাত খাইয়া থাকিবে you will be eating rice। ১১ নং টেন্স এর উদাহরণঃ সে স্টেশনে যাওয়ার পূর্বে রেলটি ছাড়িয়া থাকিবে the train will have left the station before he will reache the station। তুমি স্টেশনে যাওয়ার পরে ট্রেনটি ছুটিয়া থাকিবে the train will leave after you will have reached the station। ১২ নম্বর টেন্স এর উদাহরণ ঃ 

আমরা এক বছর যাবত ভাষাটা শিখতে থাকিব we shall have been learning the language for a year। সে টেন্স শিখার পূর্বে এক মাস ধরে সাধারণ গ্রামার শিখতে থাকিবে he will have been learning the general grammar before he will learn tense। সে টেন্স শিখার পরে এক মাস ধরে গুরুত্বপূর্ণ গ্রামার শিখতে থাকিবে he will learn the important grammar after after he will have been learning the important grammars for a month।

Tense এর বাংলা উদাহরণ

টেন্স এর বাংলা উদাহরণ এখানে লেখার চেষ্টা করছি যেগুলো পর্যায়ক্রমে আপনাকে মিলিয়ে নিতে হবে টেন্সের নাম্বার ক্রম অনুসারে। আমি ভাত খাই। আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইয়াছি। আমি আধা ঘন্টা যাবত ভাত খাইতেছি। আমি ভাত খাইলাম। আমি ভাত খাইতে ছিলাম। আমি ভাত খাইয়া ছিলাম। আমরা আধা ঘন্টা ধরে ভাত খাইয়া ছিলাম। আমি ভাত খাব। আমি ভাত খাইতে থাকিব। আমি ভাত খাইয়া থাকিব। আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতে থাকিব। 

প্রিয় পাঠক, ১২ টি টেন্স এর মধ্যে চারটি টেন্স খুব বেশি ব্যবহার হয় না। মোট আটটি টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। যে আটটি টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট বা বর্তমানে চার টেন্স। পাস্টের প্রথম দুইটি টেন্স আর ফিউচারের প্রথম দুইটা টেন্স। পাস্টের দ্বিতীয় দুইটি টেন্স এবং ফিউচারের শেষ দুই টেন্স খুব বেশি ব্যবহার হয় না। যে চারটি টেন্স বেশি ব্যবহার হয় না সেগুলোতে সাধারণত দুইটি ঘটনা বা দুইটি কাজ থাকে যেগুলোর একটির আগে আরেকটি ঘটিয়া থাকে। 

আর বাক্যে এক্ষেত্রে পূর্বে কথার ইংরেজি বিফোর (before) আর পরে কথার ইংরেজি আফটার (after) লিখতে হয়। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে, যে টেন্সটি আগে ঘটে সেটি সাধারণত পারফেক্ট টেন্স হয় আর যেটি পরে ঘটে সেটি সাধারণত ইন্ডিফিনিট টেন্স হয়। আরো একটি বিষয় হচ্ছে যে, বাক্যে পূর্বে কথা উল্লেখ থাকলে পূর্বেই পারফেক্ট টেন্স এর অনুবাদ করতে হয়, আর পরে কথা উল্লেখ থাকলে পরেই পারফেক্টের অনুবাদ করতে হয়। 

১২ টি Tense এর উদাহরণ

12 টি টেন্স এর উদাহরণ ইংরেজিতে লিখছি যেগুলো টেন্স এর ক্রম অনুসারে বুঝে নিতে হবে। First tense, I eat rice. second tense, I am eating rice. Third tense, I have eaten rice. 4th tense, I have been eating rice for 10 minutes. 5th tense, I ate rice. 6th tense, I was eating rice. 7th tense, I had eaten rice. 8th I had been eating rice for 10 minutes. 9th tense, I shall eat rice. 10th tense, I shall be eating rice. 11th tense, I shall have eaten rice. 12th tense, I shall have been eating rice for 10 minutes. সম্মানিত পাঠ আগ্রহী ব্যক্তি, আমি ইংরেজিতে শুধুমাত্র একটি verb বা ক্রিয়া, একটি সাবজেক্ট বা কর্তা, একটি object বা কর্ম দিয়ে এজন্য লিখেছি যাতে করে টেন্স এর উদাহরণগুলো বুঝা সহজ সাধ্য হয়। 

১২ টি টেন্স এর গঠন

প্রিয় পাঠক, ১২ টি টেন্স এর গঠন আমরা ইতিমধ্যেই লিখেছি যেগুলো আপনি মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন তারপরও এখানে শর্টকাট লেখার চেষ্টা করছি। তো চলুন সংক্ষেপে বারোটি টেনসের গঠন জেনে নেই। Present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense 

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং a to z বিস্তারিত সব তথ্য জেনে নিন

এবং future perfect continuous tense এর গঠন পর্যায়ক্রমে এখানে থাকছে। s+v1+o+ex, s+ am/is/are+v1+ing +o+ex., s+ have/has+v3 +o+ex, s+have been/has been +v1+ing + o +for/from/since +time. s+v2+o, s+was/were v1+ing +o, s+had+v3+o, s+had been+v1+ing +for/from/since +time. s+ shall/will +v1+o, s+shall be/will be v1+ing+o, s+shall have/will have+v3+o, s+shall have been/will have been+v1+ing +o+for/from/since+time.

১২ টি tense এর গঠন bangla

১২ টি Tense এর গঠন বাংলায় লিখছি। সম্মানিত পাঠক, আমরা ইতিমধ্যেই বারটি টেন্স এর গঠন বিস্তারিত লিখেছি এরপরও এখানে বাংলাতে শর্টকাট গঠন প্রণালীগুলো লেখার চেষ্টা করছি। ১২টি টেন্সের গঠন বাংলা বর্ণনায় সংক্ষেপে জেনে নিই। আমরা টেন্স গুলো সাধারণত গঠন করে থাকি সর্ব প্রথমে সাবজেক্ট বা কর্তা দিই, এরপর অর্থাৎ সাবজেক্টের পর পরই এই ভার্ব বা ক্রিয়া, এরপর অবজেক্ট বা কর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা কমপ্লিমেন্ট বা পরিপূরক 

১২-টি tense-এর-গঠন-bangla

অর্থাৎ যেটির মাধ্যমে বাক্যটি পূর্ণতা লাভ করে। বুঝাতে চাচ্ছি যে টেন্স গঠন করতে গিয়ে প্রকৃতপক্ষে বাক্যের শুরুতে সাবজেক্ট বা কর্তা দিতে হবে অর্থাৎ যে শব্দটি কাজটি সম্পন্ন করবে সেটি। সাবজেক্ট বা কর্তার পরপরই ইংরেজি টেন্স বা সেন্টেন্স গঠন করতে গিয়ে ভার্ব দিতে হবে। আর যদি যে টেন্সটি গঠন করব সেটির সাহায্যকারী ভার্ব থেকে থাকে তাহলে আগে সাহায্যকারী ভার্ব বসবে,

এরপরে ভার্বের তিনটি ফরমের যে ফরমটি বসবে সেটি। অর্থাৎ এখানে v1, v2, v3 যথাক্রমে যেটি প্রয়োজন সেটি বসবে। এরপরে বসবে অবজেক্ট বা কর্ম। এরপরে বসবে বাক্যের অবশিষ্ট অংশ। আসলে সাবজেক্ট বা কর্তা এবং ভাল্ব বা ক্রিয়া দুইটা মিলেই বাক্য সম্পন্ন হয়ে যায়। অবজেক্ট বা কর্ম থেকেই বাক্যের অবশিষ্ট অংশ হওয়া শুরু হয়ে যায়।

লেখকের শেষ মন্তব্য

১২ টি Tense এর গঠন, উদাহরণ সহকারে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় পাঠক,   আপনি যদি উক্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করছি, আপনি ইংরেজি ভাষার টেন্স এর গঠন বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আরো এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন আর বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url