সিলেটের দর্শনীয় স্থান জাফলং

বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থানসিলেটের দর্শনীয় স্থান জাফলং সম্পর্কে জানতে এসেছেন তাই না?প্রিয় পাঠক, জাফলং খুবই বিক্ষাত একটি জায়গা যেখানে বাংলাদেশের সিলেট বিভাগ ও জেলায় অবস্থিত। এই জাফলং দর্শনার্থীদের জন্য অত্যন্ত দর্শনীয় ও পর্যটন প্রিয় চমৎকার একটা স্থান। 

সিলেটের-দর্শনীয়-স্থান-জাফলং

জাফলং দেখলে চোখ জুড়িয়ে যায় এবং যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চায়। তো চলুন এই সুন্দর ও আকর্ষনীয় জায়গাটি সম্পর্কে জানার চেষ্টা করি।

পেজ সূচীপত্রঃ সিলেটের দর্শনীয় স্থান জাফলং সংশ্লিষ্ট বিষয়গুলো জানুন

সিলেটের দর্শনীয় স্থান জাফলং

সিলেটের দর্শনীয় স্থান জাফলং নিয়ে এখানে লিখছি। ইন্ডিয়া বা ভারতের খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত যে পাহাড়দ্বয় মেঘালয় বর্ডার বা সীমানা ঘেঁষে রয়েছে। খাসিয়ার সাংস্কৃতিক অবস্থা খুব ঐতিহ্যবাহী এবং জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন ঝর্ণা, পাহাড়, নদী এবং পাথরের খোদাই করা ব্রিজ বা সেতু অত্যন্ত জনপ্রিয় এবং বিক্ষাত। এখানে জাফলং এ নানা দর্শনীয় স্থান রয়েছে নিম্নে সেগুলো সম্পর্কে উল্লেখ করছি।

শ্বেতপানী নদীঃ এটি জাফলং এর সবচেয়ে মনোরম ও মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। ঝর্ণা থেকে বের হওয়া শ্বেত বা সাদা পানি পাথরের উপর পতনের দৃশ্য অত্যাধিক আকর্ষণীয়। 

জাফলং নদীঃ এই নদীতে নৌকা ভ্রমণ খুব জনপ্রিয় এবং চিত্ত আকর্ষক। পাহাড়, ঝর্ণা এবং নদীটির চারিদিকে সবুজের সুন্দর সিনারী।

হাজারি পাহাড়ঃ এটি জাফলং এর সর্বোন্নত পাহাড় এবং এই পাহাড় এর উপর থেকে জাফলং এর বিমোহিত সিনারি লক্ষ করা যায়।

জাফলং বাজারঃ এটি অত্যন্ত মনোরম একটি বাজার যেখানে পোশাক, কাঁথা, হাতের তৈরী জিনিস এবং যাবতীয় সুস্বাদু খাবার পাওয়া যায়।

সীমান্ত হাটঃ ভারতের সীমান্তবর্তী এলাকা মেঘালয় রাজ্যের সাথে লাগা এই হাট। এখান থেকে স্থানীয়রা বিভিন্ন জিনিস কেনা-বেচা করে।

জাফলং কিসের জন্য বিখ্যাত

জাফলং কিসের জন্য বিখ্যাত ব্যাপারটি নিয়ে লিখছি। জাফলং জায়গাটি তার অভ্যন্তরে থাকা বেশ কিছু জায়গার জন্য বিক্ষাত। যে জায়গাগুলো রয়েছে সেগুলো উপরে অলরেডি লেখেছি। আবারো এখানে বর্ণন করছি যেমন শ্বেতপানি ঝর্ণা যেটি সাদা জল পাথরের জন্য বিক্ষাত। এরপর জাফলং নদী নৌকা ভ্রমণ এর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। 

এরপর হাজারি পাহাড় যেটি সুউচ্চ চূড়া যেখান থেকে জাফলং এর প্রায় সবকিছু দেখা যায় যেগুলো হৃদয় তৃপ্তকারী। এরপর জাফলং বাজার হস্তশিল্পী এবং সুস্বাদু খাবারের জন্য সুখ্যাত। সীমান্ত হাট মেঘালয় রাজ্যের সাথে যুক্ত এবং বিভিন্ন জিনিসপত্রের জন্য প্রক্ষাত। এবং এখানে আরো ভ্রমণকারীদের সুখকর রিসোর্ট এং যাবতীয় অ্যাডভেঞ্চারাস জায়গা রয়েছে।

সিলেট টু জাফলং কত কিলোমিটার

সিলেট টু জাফলং কত কিলোমিটার ব্যাপারটি এখানে উল্লেখ করছি। সিলেট থেকে জাফলং বিভিন্ন গাড়িতে যাওয়া যায়। এ ক্ষেত্রে যেমন দ্রুতগতির গাড়ী তেমন কিলামিটারের দূরত্ব হয়ে থাকে। দূরত্ব সাধারণত নির্ভর করে যানবাহনের স্পিড এর উপর। যদি বাসে যাওয়া যায় এক রকম দূরত্ব, রিক্সা করে গেলে এক রকম দূরত্ব। এক্ষেত্রে খুব স্বাভাবিক গাড়ীর দ্বারা কিলোমিটার হিসাব সিলেট থেকে জাফলং ৩১.3 মাইল এর। এতে ১ ঘন্টা ৪৭ মিনিট টাইম লাগবে।

সিলেট জাফলং হোটেল ভাড়া

সিলেট জাফলং হোটেল ভাড়া নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে প্রিয় পাঠক আপনার চাহিদা ও বাজেট অনুসারে সিলেট জাফলং এর হোটেলের ভাড়া একেক রকম হয়ে থাকে। যে সমস্ত হোটেলগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে বটম হিল প্যালেস, জাইনশিয়া হিল রিসোর্ট, জাফলং গ্রীন রিসোর্ট, জাফলং ইন এবং দ্যা জাইনশিয়া রিসোর্ট এ্যান্ড পার্ক ইত্যাদি। নিম্নে ভাড়া গুলো উল্লেখ করছি।

বটম হিল প্যালেসঃ এটির ভাড়া ৪৮৮৮ টাকা এসি রুম এর জন্য যেটি দুই দিনের প্যাকেজ। আর ৩৩০০ টাকা নন এসি রুম এটি ও দুই দিনের জন্য। দুই দিন নিলে ৩য় দিন ফ্রি পাওয়া যায়। আরো নানা প্যাকেজ রয়েছে। যেমন ২৩০০ ও ১৬০০ টাকার ও প্যাকেজ রয়েছে।

Jaintia Hill Resort: এটি ৩ তারা হোটেল নামে ও পরিচিত। সুন্দর কিছু রুম রয়েছে। এবং এতে আরো রয়েছে এয়ার কন্ডিশন। এটি একটি ক্যাজুয়াল রিসোর্ট যেখানে পাহাড়ের দৃশ্য এবং জিমেরও সুব্যবস্থা রয়েছে। এটির ভাড়া ২৩০০ থেকে ৪০০০ টাকার একাধিক প্যাকেজ রয়েছে।

জাফলং গ্রীন রিসোর্টঃ এর ভাড়া হচ্ছে ১৫০০ টাকা থেকে উপরে নানা প্যাকেজ বিদ্যমান।

জাফলং ইননঃ এর ভাড়া হচ্ছে এসি ডাবল কক্ষ ২৫০০ টাকা। নন এসি ডাবল কক্ষ ১৮০০ টাকা। ৪জন থাকা যায় এমন নন এসি কক্ষ ২৫০০ টাকা আর এসি কক্ষ ৩২০০ টাকা। আরো রয়েছে একাধিক প্যাকেজ।

দ্যা জাইনশিয়া রিসোর্ট এ্যান্ড পার্কঃ এখানেও বিভিন্ন প্যাকেজ রয়েছে। নিম্নে ১৫০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত রয়েছে।

সিলেট থেকে জাফলং ভাড়া কত

সিলেট থেকে জাফলং ভাড়া কত ব্যাপারটি বলছি এইখানে। সিলেট থেকে জাফলং কিসে যেতে চান তার উপর নির্ভর করবে আপনার ভাড়া। যদি আপনি বাস যোগে যেতে চান তাহলে আপনাকে ভাড়া লাগবে ৭০ থেকে ১০০ টাকা এবং যেথে সময় লাগবে দেড় থেকে ২ ঘন্টা। মাইক্রো বাসে গেলে ১৫০ থেকে ২০০ টাকা এবং সোয়া এক ঘন্টা। 

আর কিছু আরাম দায়ক দ্রুত গতির গাড়ী ভাড়া করতে চান তাহলে ১০০০ থেকে ১৫০০ টাকা লাগবে এবং সময় লাগবে ১ ঘন্টা। নৌকা যোগে যেতে চাইলে ৫০০ থেকে ৭০০ টাকা এবং সময় লাগবে ২ থেকে ৩ ঘন্টা। আর যদি অনেক কিছু নিয়ে সমষ্টিগতভাবে ট্যুর দিতে চান ১৫০০ থেকে ২০০০ টাকা লাগবে।

জাফলং এর বর্তমান অবস্থা

আপনি জাফলং যেতে চান তাহলে জাফলং এর অবস্থা সম্পর্কে আপনাকে ওয়াকিফহাল হতে হবে। বর্তমান জাফলং এর অবস্থা স্বাভাবিক বিদ্যুত সম্পন্ন এবং রাস্তাঘাট ও ভালো। আর আকর্ষণীয় জায়গাগুলো সেই সুন্দর ও আগের মত রয়েছে। জাফলং এর হোটেল ও রিসোর্টগুলো উন্মুক্ত থাকে সদা সর্বদা। বাংলাদেশের আবহাওয়া প্রায় ঠিক থাকে কোনো সমস্যা হয় না। তাপমাত্রার পরিবর্তন দেখা যায় অনেক সময়। যাইহোক এখন পারফেক্ট আছে পর্যটনের জন্য।

জাফলং হোটেল ভাড়া ২০২৪

জাফলং হোটেল ভাড়া ২০২৪ নিয়ে লিখছি। ইতিমধ্যেই আমরা হোটেলের ভাড়া সম্পর্কে আলোকপাত করেছি। আবারো এখানে চেষ্টা করছি ধারণা দেওয়ার। প্রিয় পাঠক, জাফলং এর হোটেল গুলো বিভিন্ন মানের রয়েছে। তবে প্রায় হোটেল গুলোতেই এসি রুম রয়েছে এবং নন এসিও রয়েছে। এসি রুমগুলোর ভাড়া নন এসি গুলো তুলনায় একটু বেশি হয়ে থাকে। যেমন নন এসি রুমের ভাড়া যদি ১৮০০ হয়ে থাকে তাহলে এসি রুমের ভাড়া হয়ে থাকে ২৫০০ টাকা। 

আরো বিভিন্ন ধরনের প্যাকেজে রয়েছে দুই দিনের প্যাকেজ, তিনদিনের প্যাকেজ, ৪ দিনের প্যাকেজ এবং পাঁচ দিনের প্যাকেজ। দুইদিন ভাড়া নিলে তৃতীয় দিন ফ্রি। তিন দিন ভাড়া নিলে চতুর্থ দিন ফ্রি এরকম ইত্যাদি অফার করে থাকে। হোটেল গুলোর ভাড়া বিভিন্ন প্যাকেজ অনুসারে পনেরশো টাকা, দুই হাজার টাকা, আড়াই হাজার টাকা, ৩০০০ টাকা, ৩৫০০ টাকা, ৩২০০ টাকা, ৩৮০০ টাকা, চার হাজার টাকা এবং ৪২০০ টাকা ইত্যাদি।

হবিগঞ্জ থেকে জাফলং কত কিলোমিটার

হবিগঞ্জ থেকে জাফলং কত কিলোমিটার ব্যাপারটি আলোকপাত করছি। আপনি কিসে যাবেন তার ওপরে নির্ভর করবে হবিগঞ্জ থেকে জাফলং এর দূরত্ব কতটুকু। টুকু এক্ষেত্রে আপনি যদি স্বাভাবিক গাড়িতে করে যান তাহলে হবিগঞ্জ থেকে জাপলন 91.7 মাইল বা ১৪৭.৫৭ কিলোমিটার হয়ে থাকে। এক্ষেত্রে সময় লাগে তিন ঘন্টা ৫৮ মিনিট মানে প্রায় চার ঘন্টা মত। এটি গুগলের ম্যাপ অনুসারে। 

ঢাকা থেকে জাফলং কত কিলোমিটার

ঢাকা থেকে জাফলং কত কিলোমিটার ব্যাপারটি এখানে পেশ করছি। এখানেও একই কথা বলবো যে আপনি ঢাকা থেকে জাপলং যাতে যাবেন সে যানবাহনের উপর নির্ভর করবে যে আপনি কত কিলোমিটার গতিতে ঢাকা টু জাফলং যাচ্ছেন। এক্ষেত্রে স্বাভাবিক গাড়ির গতির হিসাব হচ্ছে ঢাকা থেকে জাফলং ১৮৭ মাইল বা ৩০০.৯৪ কিলোমিটার হয়ে থাকে। এটিও গুগল এবং কিছু প্রযুক্তির হিসাব অনুপাতে।

লেখক এর শেষ মন্তব্য

সিলেটের দর্শনীয় স্থান জাফলং সম্পর্কিত বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করেছি।প্রিয় পাঠক, আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করছি আপনি সিলেটের দর্শনীয় স্থান জাফলং সম্পর্কে এবং সংশ্লিষ্ট দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন।আরও এরকম নিত্য নতুন উপকারী আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন এবং ওয়েবসাইটটি থেকে আর্টিকেল গুলো পড়ে আপনার জ্ঞান সমৃদ্ধ করুন ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url