ইসলামে শিক্ষার গুরুত্ব - শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য

স্থায়ী জাহান্নামে যাওয়ার ১০টি কারণইসলামে শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে এখানে ক্লিক করেছেন তাই না? শিক্ষা এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষ ও অমানুষের ভিতর পার্থক্য সৃষ্টি হয়। শিক্ষা একটা জাতির জন্য মূল হাতিয়ার, কারণ এর দ্বারা মেরুদন্ড বা শরীরের প্রধান হাড় শক্ত হয়। 

ইসলামে-শিক্ষার-গুরুত্ব

শিক্ষা আলো ও অন্ধকার এর মাঝে ব্যবধান স্বরুপ। তবে এই শিক্ষা যদি ইসলামিক শিক্ষা না হয়ে ভিন্ন শিক্ষা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই আলোর পরিবর্তে অন্ধকার বেশি হবে। তাই এখানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য সহ অন্যান্য আলোচনা থাকছে।

পেজ সূচীপত্রঃ ইসলামে শিক্ষার গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত জানুন

ইসলামে শিক্ষার গুরুত্ব

ইসলামে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য ও অপরিসীম। শিক্ষা মানুষ ও পশুর ভিতর পার্থক্য করার হাতিয়ার। শিক্ষা মানুষকে ভালো মানুষ বানায়। আর ইসলাম শিক্ষা মানুষকে  সত্যিই একজন সুশিক্ষিত ও ধর্মীয় মানুষের রূপান্তর করে। আল কুরআনুল কারিমে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম শিক্ষা নিয়ে বলা হয়েছে। বলা হয়েছে কোরআনে হাকিমের ৩০ নম্বর পারার সূরাতুল আলাক্ব এর মধ্যে। 

বলা হয়েছে "তুমি পড়" এই নির্দেশ প্রদান করে। আর এখানে পড়া নির্দেশের ভিতরে প্রভুর নাম ধরে পড়তে বলা হয়েছে। যেকোনো পড়া পড়লেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে পড়তে হবে। এটা যেমন বিশ্ব সৃষ্টির স্রষ্টা আল্লাহ তায়ালার নাম এবং দয়া ও করুণা সংক্রান্ত গুণবাচক নাম সহকারে বলা হচ্ছে। 

আরো পড়ুনঃ পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট সেরা ১০টি কি আপনাকে জানতেই হবে

এক্ষেত্রে বুঝানো হচ্ছে যে তুমি যদি আল্লাহর নাম ধরে যে কোন পড়া বা শিখা আরম্ভ করো তাহলে আল্লাহর দয়ায় এবং মায়ায় পড়ায় বরকত বা কল্যাণ হবে। এক জায়গায় বলা হয়েছে আল কুরআনে কারীমের যে শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হতে পারে। অন্য জায়গায় বলা হয়েছে যাদের ভিতর শিক্ষার আলো রয়েছে। 

আর যাদের ভিতরে নেই এরা কশ্চিনকালেও সমান হতে পারে না। যেকোনো ঘটনা থেকে সাধারণত শিক্ষিত ও বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে থাকে। ইসলামী শিক্ষা মানুষের জাহালাত বা মূর্খতাকে দূর করে। বলা হয়েছে কোরআনের মধ্যেই যে অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি সমান নয়, আলো ও অন্ধকার সমন্বয় যেমন ইসলামে জ্ঞানী ও মূর্খ ও সমান হতে পারে না বা অসমান। 

শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য

শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য বিষয়টি আলোকপাত করছি। মানব জীবনে শিক্ষার গুরুত্ব সীমাহীন। শিক্ষা একজন মানুষকে যেমন কিছু মানুষে পরিগণিত করে তদ্রুপ একটা জাতিকে আলোকিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে। গরু-ছাগলের শিক্ষার প্রয়োজন হয় না শিক্ষার প্রয়োজন হয় মানুষের। কারণে শিক্ষার মাধ্যমে মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী বা আসবাবপত্র তৈরি করে। 

পশু পাখি বেঁচে থাকার জন্য নিজেদের অঙ্গের ভিতরেই বেঁচে থাকার বিভিন্ন উপাদান দিয়ে দিয়েছেন স্রষ্টা। কিন্তু মানুষকে সুস্থভাবে বাঁচতে প্রয়োজন শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা। এ পাঁচটি বিষয়ে মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক। প্রিয় উপস্থিতি, শিক্ষা দুই ধরনের একটা হচ্ছে পার্থিব আর একটা হচ্ছে পরলৌকিক। পার্থিব শিক্ষা অর্জন করে মানুষ দুনিয়াতে নানান বিষয় আবিষ্কার, উৎপাদন এবং সৃষ্টি করে থাকেন। 

আর এগুলোর মাধ্যমে জীবনের চলার পথকে সুগম করে। আর পারলৌকিক বিষয়গুলোকে শিখে আখেরাতমুখী আমলকে শক্তিশালী করেন এবং এর মাধ্যমে মহান স্রষ্টার সামনে খুব সহজে হিসাব প্রদান করে অতি কাঙ্ক্ষিত ও চির সুখের নিকেতন জান্নাত লাভ করতে পারবেন এই আশায়। 

প্রিয় উপস্থিতি, তাই শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা অর্জন করতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই। নিজের সন্তানকে শিখাতে হবে এবং নিজে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার কার্য চালিয়ে যেতে হবে তাহলেই যে কোন ক্ষেত্রে নিজেকে উদ্ধার করা যাবে এবং কোন জায়গায় ঠেকে যাওয়া বা ঠকে যাওয়ার সমস্যা আসবে না। 

মানব জীবনের শিক্ষার গুরুত্ব

মানব জীবনে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। একটু আগে আলোচনা করেছি মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি মৌলিক বিষয় হচ্ছে খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা। শিক্ষা এই জন্য মানব জীবনে যে ভালোভাবে না শিখলে কিভাবে খাদ্য বা খাবার গ্রহণ করতে হবে, কিভাবে খাবার বা রিযিক পাওয়া যাবে বা জীবিকা অর্জন করতে হবে বিষয়টিতে সমস্যার সম্মুখীন হতে হবে। 

এক্ষেত্রে দৈনন্দিন সুষম খাদ্য গ্রহণ করে নিজের দেহকে সুস্থ রাখতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দেহে ছয়টি জিনিস গ্রহণ করতেই হবে আর না হলে দেহ সুস্থ থাকবে না। সেগুলো হচ্ছে যথাক্রমে পানি, প্রোটিন, শর্করা, ভিটামিন, আমিষ, মিনারেল বা খনিজ পদার্থ ইত্যাদি। 

আবার বস্ত্র বা পোশাক-আশাক কোন সময়ে কোনগুলো পড়লে শরীর ভালো থাকবে ঠান্ডা থাকবে সেই শিক্ষা অর্জন করতে হবে। এরপর কোন জায়গায় বাসস্থান করলে আরামে থাকা যাবে বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর যেকোনো হালকা অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেই নিয়ে কয়েকটা ট্যাবলেট বা ক্যাপসুল ও গ্রহণ করা যায় এই শিক্ষাও থাকা লাগবে। তো এই সমস্ত শিক্ষাগুলো মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্কুল শিক্ষার গুরুত্ব

স্কুল শিক্ষার গুরুত্ব বিষয়টি আলোকপাত করছি। স্কুল হচ্ছে ইংরেজি শব্দ, তার মানে বিদ্যালয় বা পাঠশালা বা শিক্ষালয় আর যার আরবি হচ্ছে মাদ্রাসা। স্কুল বিষয়টি শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়ে বা ক্লাসগুলো সেখানে কাটানো হয়। যেমন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শৈশবকালীন স্কুল জীবন। এ জীবনটা অত্যন্ত সুন্দর ও সুখময় ও চিন্তাভাবনাহীন একটি জীবন। 

স্কুল জীবনে বিষয় হচ্ছে বাচ্চাদেরকে চার বছর পাঁচ বছর বয়স থেকেই স্কুলে পাঠাতে হবে। এ বিষয়টি প্রত্যেক ছোট বাচ্চার বাবা মাকে খেয়াল ও সচেতন থাকতে হবে। তাহলে বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স হলে বাচ্চারা যখন সুন্দর ভাবে কথা বলতে পারবে তখনই বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর কাজটা শুরু করলেই স্কুল জীবন শুরু হয়ে যাবে। তবে বাচ্চাদের প্রতি নজর রাখতে হবে যে বাচ্চাদেরকে বেশি চাপ প্রয়োগ করলে তাদের মস্তিষ্কে আঘাত হতে পারে। 

তবে পাঁচ বছর বয়স থেকে বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠাতেই হবে। তাহলে এই বাচ্চারা স্কুল জীবন থেকে শিক্ষার কাজটা গ্রহণ করে নিজের ভিতরে আলো জ্বালিয়ে একটা পর্যায়ে বড় হয়ে আগামী দিনের ভবিষ্যৎ এবং বাবা-মা হয়ে যাবে। অনেক বাবা মা বাচ্চাদেরকে দরিদ্রতার জন্য ২-১ ক্লাস পড়ায় এরপর আর পড়ায় না এটা করা যাবে না। কারণ এই বাচ্চাই এক সময় আপনার সংসার বা পরিবারের হাল ধরতে পারবে। 

যদি সে সঠিকভাবে গাইডলাইন পেয়ে সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং শিক্ষার ডিগ্রী গুলো অর্জন করতে পারে তো অবশ্যই যথার্থ ইনকাম করতে পারবে। এজন্য বাবা মায়ের একটু কষ্ট হলেও শিশুদেরকে শিক্ষা করাতে হবে। তাহলে ভবিষ্যতে সে শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, পরোপকারী হবে, মানুষের কল্যাণকামী হবে এবং পরিবারের জন্য সচ্ছলতার একটা অবস্থা বয়ে আনবে।

মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য

মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য আলোকপাত করছি। প্রিয় পাঠক আপনি যদি একজন মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তো আপনার জন্য বক্তব্য প্রদানের ক্ষেত্রে এই শিরোনামটি। সর্ব প্রথমে আল্লাহ তায়ালার প্রশংসা এবং আল্লাহর রাসূলের প্রতি দুরুদ পাঠ করতে হবে। এরপরে বক্তব্যের আলোচ্য বিষয় থাকবে মাদ্রাসা শিক্ষা। এরপরে মূল আলোচনা করতে হবে। এরপর শেষে  উপসংহার বা শেষ কথা বা বক্তব্য থেকে কি বুঝলাম তা থাকবে। 

মাদ্রাসা-শিক্ষার-গুরুত্ব-নিয়ে-বক্তব্য

তো চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ, অসসালাতু অসসালামু আলা রাসুলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষা। তো মাদ্রাসা মানে হচ্ছে পাঠশালা বা বিদ্যালয় বা ইসলামী স্কুল। আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যেখানে ইসলাম ধর্মীয় বিভিন্ন উপকারী ও যুগ উপযোগী শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম ওহীর বাণী হচ্ছে পড় তার মানে মানুষকে করতে বলা হয়েছে, শিখতে বলা হয়েছে। 

আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন আর এই ভাষার মাধ্যমে মানুষ দুনিয়াবী এবং উখরাবি বিষয়গুলো শিখতে পারবে তাই। আদম আলাই সাল্লাম কে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে পরামর্শে বসলেন আল্লাহ তায়ালা। তখন ফেরেশতারা বললেন যে আমরাই তো আছি আপনার বন্দেগী করার জন্য মানুষ সৃষ্টি করার কি দরকার। তখন আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। 

তখন ফেরেশতারা বলেছিলেন যে, হে আল্লাহ, আপনি পুত-পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, ততটুকু ছাড়া আমাদের জ্ঞান নেই, তাই আমরা এমনটা বলেছি। বুঝা গেল এখান থেকে যে শিক্ষা বা জ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রিয় উপস্থিতি, শিক্ষার মাধ্যমে মানুষের জান্নাত পাওয়ার পথ সহজ হয়ে যায়। শিক্ষার জন্য যে পথে ছাত্ররা যাই সে পথটিকে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে সম্মান করে এবং পাহারা দেয়। 

সমুদ্রের মাছ পর্যন্ত জ্ঞান-পিপাসু ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যে, হে আল্লাহ, এদেরকে ভাল রাখ, শক্তি দাও এবং সর্বোচ্চ সর্বত্রে হেফাজত কর। প্রিয় উপস্থিতি, মাদ্রাসার শিক্ষায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি রয়েছে। মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে মানুষ যেমন দুনিয়াবী শিক্ষা শিখতে পারে পরকালীন শিক্ষাও শিখতে পারে। তাই আসুন, মাদ্রাসার শিক্ষাকে হ্যাঁ বলি এবং গুরুত্ব সহকারে আমাদের শিশুদেরকে বাচ্চাদেরকে এবং ছেলে-মেয়েদেরকে শিক্ষার জন্য পাঠায়।

সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা

সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়টি আলোকপাত করছি। সাধারণ শিক্ষা হচ্ছে দুনিয়ার বিভিন্ন শিক্ষা। যেমন গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, ভৌগোলিক শিক্ষা, সমাজ বিষয়ক শিক্ষা, বর্তমান আধুনিক কম্পিউটার নিয়ে শিক্ষা, কৃষি শিক্ষা এবং চিকিৎসা নিয়ে শিক্ষা ইত্যাদি। এই শিক্ষাগুলো শিখে রাখা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অনস্বীকার্য। 

কারণ গণিত সম্পর্কের না শিখলে মিরাস বা জমি জমা, টাকা পয়সা সোনা রুপা ইত্যাদি বন্টন সহজ হবে না। যদি একজনও অংক শাস্ত্রের উপরে বিশেষজ্ঞ না থাকে বা জ্ঞানী না থাকে তাহলে সমাজে অর্থনৈতিক বিষয়ে ঝগড়া-বিবাদ, কোন্দল, মারামারি-কাটাকাটি লেগে থাকবে। তাই গণিত শিক্ষার প্রয়োজন অতীব জরুরী। 

এদিকে বিজ্ঞান সম্পর্কে না শিখলে বর্তমান আধুনিক সভ্যতা পিছিয়ে পড়বে। কৃষি বিষয়ে না শিক্ষা গ্রহণ করলে চাষাবাদ সম্পর্কে অজ্ঞতা দেখা দিবে এবং খাবার উৎপাদনে ও গ্রহণে জীবন বিপন্ন হবে। চিকিৎসা নিয়ে শিক্ষা না করলে শারীরিক অসুস্থতা দেখা দিলে দুনিয়াতে বেঁচে থাকার আর স্বাদ থাকা লাগবেনা। 

আর বর্তমান কম্পিউটার না শিক্ষা করলে খুব দ্রুত এবং সহজ পন্থায় যে কোন হিসাব নিকাশ এবং তথ্য উপাত্ত সংগ্রহ আদান-প্রদান এবং যোগাযোগ বিষয়টা ব্যাহত হবে। তাই এই সাধারণ শিক্ষা বিষয়গুলোর জানার প্রয়োজনীয়তা অত্যাধিক, অনস্বীকার্য ও অতীব জরুরী।

ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf

ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা পিডিএফ বিষয়ে আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই শিক্ষা বিষয়ে এবং ইসলামে শিক্ষার গুরুত্ব বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করেছি স্পষ্ট ভাবে প্রতিভাত হয়েছে যে শিক্ষার গুরুত্ব কতটুকু এবং কত প্রয়োজন। এখানে আরো যে বিষয়গুলো বলবো যে শিক্ষা হলো দুই প্রকার একটা হল ওহীর শিক্ষা আর একটা হচ্ছে অর্জনের শিক্ষা। অহির শিক্ষা হলো যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। 

যেমন কোরআন-সুন্নাহ ও ফিকহ, আক্বিদা ইত্যাদির শিক্ষা। আর অর্জনের জন্য শিক্ষা হচ্ছে যেগুলো নিজে কষ্ট করে অর্জন করা হয়, যেমন প্রথমে স্কুল বা বিদ্যালয় যেটি প্রাথমিক বিদ্যালয় সেখানে পড়ে, এরপরে হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়ে পড়ে, এরপরে কলেজ বা মহাবিদ্যালয় পড়ে, এরপরে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ে মাস্টার্স বা বাংলাদেশী শিক্ষা সমাপন করা হয়। আরো যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনার্স, পিএইচডি, ডক্টরেট এবং এমফিল ইত্যাদি। 

তো এক্ষেত্রে জানা বিষয়ের মাধ্যমে অজানা বিষয়ের কিছু জ্ঞান বা শিক্ষা হয়। আর এইভাবে জানা বিষয়গুলোকে জোড়া দিয়ে আরও নতুন নতুন বিষয় শিখা যায়। এগুলি হচ্ছে আরবিতে কাসবি বা নিজে চেষ্টা শ্রম দিয়ে শিখতে হয়। আর অহীর জ্ঞান যেটা সরাসরি আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ আল কুরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ তথা হাদিসের ভিতরে রয়েছে। 

আরো পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে সুদ সম্পর্কে যত কথা বিস্তারিত জানুন 

যে জ্ঞান গুলো অর্জন করার জন্য লেখাপড়া করতে হয় শিখতে হয় সময় দিতে হয় শ্রম দিতে হয় এবং মনোযোগ সহকারে আল্লাহর কাছে চাইতে হয়। এক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির দোয়া রয়েছে যে যার সারমর্ম হচ্ছে হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করো আপনি ছাড়া আমার আর জ্ঞান বৃদ্ধি করার কে আছে। তো এই সমস্ত জ্ঞানগুলো অর্জন করার মাধ্যমে দুনিয়ার মানুষের যেমন বিভিন্ন উপকার করা যাবে তদ্রূপ নিজেও শান্তি পাওয়া যাবে এবং পার্থিব জীবনে চলতে ফিরতে সহজ হবে নিজের গন্তব্যস্থল এবং লক্ষ্য স্থল এবং পথ-চলা। 

শিক্ষা সম্পর্কে প্রবন্ধ রচনা

শিক্ষা সম্পর্কে প্রবন্ধ রচনা আলোকপাত করছি। পরীক্ষা হচ্ছে একটি বাংলা শব্দ যার ইংরেজি হচ্ছে এডুকেশন। এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ যার উৎপত্তি এডুকাটুম থেকে। শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের একটা মাধ্যম বা প্রক্রিয়া। শিক্ষা মানুষকে আলো দেয়, অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে আলোর মধ্যে আনয়ন করে। শিক্ষা একজন থেকে আর একজন স্থানান্তর হয়। কেউ শিখায় এবং কেউ শিখে। 

অর্থাৎ এখানে ছাত্র শিক্ষকের সমন্বয়ে রয়েছে বা শিক্ষার্থী কিংবা শিক্ষানবিশ এবং শিক্ষকের সমষ্টিগত বিষয়। শিক্ষার মাধ্যমে যেমন নিরক্ষরতা দূর হয় আর সাক্ষরতা অর্জন হয়। সুশিক্ষা সন্ত্রাস, ডাকাতি, চুরি, সুদ এবং ঘুষের মত অপকর্ম থেকে মানুষকে বাঁচায়। তাই শুধু শিখলেই নয় সুশিক্ষা অর্জন করতে হবে। 

অর্থাৎ শিক্ষার ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে বা নীতি বা নৈতিক শিক্ষার মূল্যায়ন না হয় তাহলে এই শিক্ষা কুশিক্ষা হবে কিন্তু সুশিক্ষা হবে না। তাই যে শিক্ষার মাধ্যমে সমাজ-সংসার এবং রাষ্ট্রের উপকার হবে সেই শিক্ষা অর্জন করতে হবে। প্রবাদে আছে একজন মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু থাকা অনেক ভালো। 

কাজেই যেকোনো মূল্যে শিক্ষার আলো ব্যাক্তি থেকে পরিবারে, পরিবার থেকে সমাজে, সমাজ থেকে একটা ইউনিয়নে, ইউনিয়ন থেকে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাজধানীতে এইভাবে গোটা দেশের শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমনকি বিশ্বব্যাপী শিক্ষা যেন ছড়িয়ে যায় সেই ভূমিকা এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 

ইসলামে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য

ইসলামিক শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বিষয়টি আলোকপাত করছি। আমরা ইতিমধ্যেই ইসলামে শিক্ষার কি গুরুত্ব ও তাৎপর্য বিষয়টি মোটামুটি হালে আলোচনা করেছি। প্রিয় পাঠক, এখানে কোরআন এবং সুন্নাহ থেকে আরো কিছু ইসলাম শিক্ষার গুরুত্ব ও ফজিলত এবং তাৎপর্য নিয়ে বলার চেষ্টা করছি। সূরা মুজাদালায় আল্লাহতালা যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তায়ালা বাড়িয়ে দিয়ে থাকেন। 

তাহলে মর্যাদার পার্থক্য হয় শিক্ষার মাধ্যমে। আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সেটা খুব সামান্যই এবং অল্প। এই সামান্য জ্ঞান নিয়ে আমরা বড়াই করি অহংকার করি, আমাদের জমিনের পা পড়ে না। শিক্ষা যেমন করতে হবে তবে এই শিক্ষা নিয়ে অহংকার করা যাবে না। তাহলে এই শিক্ষাই হবে ইসলামী শিক্ষা এবং সুশিক্ষা এবং এই শিক্ষাই সমাজ ও জাতি কল্যাণে আসবে। 

হাদিসে এসেছে আল্লাহ যাকে চান তাকে দ্বীনি শিক্ষা দান করেন। আরো এসেছে হাদিসে যে ব্যক্তি শিক্ষা অর্জনের জন্য রাস্তায় বের হয় ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। হাদিসে এটাও রয়েছে যে যারা দ্বীনী জ্ঞান অর্জন করে তাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে তা এবং এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা চায়।

ইসলামে-শিক্ষার-গুরুত্ব-ও-তাৎপর্য

আরেকজন সাধারণ ইবাদতকারী বা আবেদ এবং আলেম বা ইসলামী শিক্ষায় শিক্ষিত ও জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে হাজারো নক্ষত্র এর ভিতর একটি চাঁদের মত। অর্থাৎ নক্ষত্রগুলো হচ্ছে আবেদ আর আর চাঁদ হচ্ছে আলেম। অত্র হাদিসগুলো থেকে বোঝা গেল যে ইসলামে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এবং ফজিলত কতটুকু। প্রিয় পাঠক, আমাদের প্রত্যেককেই ইসলামী শিক্ষাই শিক্ষিত হয়ে ই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পাওয়ার তৌফিক দান করুন।

লেখকের শেষ মন্তব্য

ইসলামে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এবং ফজিলত নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেছি। ভিডিও পাঠক, উক্ত ইসলাম শিক্ষা সংক্রান্ত আর্টিকেলটি পড়ে যদি কিঞ্চিৎ বুঝে থাকেন তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সাথে থাকবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আরো এরকম সুন্দর ও তথ্যবহুল আর্টিকেল উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আরেকটি কথা আমাদের আর্টিকেলের নিচে কমেন্ট করতে এবং আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url