ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব যেটা জানা খুব গুরত্বপূর্ণ

১২ টি Tense এর গঠন ও চেনার উপায়ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব বিষয়টি জানতে ক্লিক করেছেন এই আর্টিকেলে তাই তো নাকি? প্রিয় ও সম্মানিত পাঠক, ইংরেজি গোটা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা। আর এই আন্তর্জাতিক ভাষা জানাটা অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ। 

ইংরেজি-গ্রামার-কোথা-থেকে-শুরু-করব

তাই ইংরেজি গ্রামার এর বেসিক জানা থাকলে এবং ইংলিশ গ্রামার এর কিছু গুরত্বপূর্ণ রুলস বা নিয়ম নিতে জেনে রাখলে অনেক ক্ষেত্রেই শক্ত ভূমিকা পালন করবে।  তো চলুন নিচে বিস্তারিত জানি।

পেজ সূচীপত্রঃ ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব সম্পর্কে জানুন

ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব

ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব ব্যাপারটি লিখার চেষ্টা করছি। সুপ্রিয় পাঠক, ইংরেজি এর অপর নাম হচ্ছে ইংলিশ যেটি বিশ্বব্যাপী মানুষদের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম বা ভাষা। এই ভাষা শিখে থাকা অত্যন্ত উপকারী এবং বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন জায়গাতেই কাজে আসে। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে, ভ্রমণ ট্রাভেল এর ক্ষেত্রে, অনলাইনে কাজ করার ক্ষেত্রে, স্পিকিং করার ক্ষেত্রে, 

ছাত্র-শিক্ষকদের ক্ষেত্রে, প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে, প্রবাস জীবনের ক্ষেত্রে এবং আরো অনেক ক্ষেত্রেই কাজে আসে। এজন্য ইংলিশ ভাষার জন্য ইংরেজি গ্রামার বা ব্যাকরণ শিক্ষা করা আবশ্যক এবং অতীব জরুরী। 

কারণ যেকোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে সে ভাষার গ্রামার বা ব্যাকরন জানা থাকাটা ভাষাটা আয়ত্ত করার ক্ষেত্রে সহায়ক। তাই আজকের ব্লগটিত জানাতে চলেছি কিভাবে ইংলিশ গ্রামার শিখবেন এবং কোথা থেকে ইংরেজি গ্রামার শেখা শুরু করবেন ব্যাপারটি। 

আরো পড়ুনঃ পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট সেরা ১০টি কি আপনাকে জানতেই হবে

সুপ্রিয় সম্মানিত পাঠক, ইংরেজি গ্রামার শিখতে হবে একদম শুরু থেকে। ইংলিশ গ্রামারের শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষার সংজ্ঞা কি সেখান থেকে। তো চলুন ইংরেজি ভাষার সংজ্ঞাটা প্রথমে জেনে নিই। প্রকৃতপক্ষে ভাষার সংজ্ঞাটা আগে জানি। 

ভাষা বলা হয় মানুষ মুখ দিয়ে যা কিছু অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেটি ভাষা। আরো সুন্দর করে বললে এভাবে বলা যায় যে বাক যন্ত্রের সাহায্যে মানুষ যে সকল অর্থপূর্ণ সাউন্ড বা ধ্বনি বা ধ্বনি সমূহ উচ্চারণ করে বলে সেটাকেই ভাষা বলা হয়। 

আর সংক্ষেপে বলা হয় মানুষ মুখ দিয়ে যা কিছু বলে সেটাই ভাষা। আর ইংরেজি ভাষা হচ্ছে মানুষ বাকশক্তির সাহায্যে যে সকল অর্থপূর্ণ ইংরেজি ধনী বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ইংরেজি ভাষা বলে। বিশেষ দ্রষ্টব্য, বাকযন্ত্র বলা হয় কয়েকটা অঙ্গের সমষ্টিকে যে অঙ্গগুলোর দ্বারা মানুষের বা শক্তি বিষয়টা সঞ্চার হয় 

অর্থাৎ কথা বলতে পারে। আর সে অঙ্গগুলো জিহ্বা, ওষ্ঠ বা ঠোঁট, নাসিকা বা নাক, দন্ত্য বা দাঁত, কন্ঠনালী বা গলা, আলজিহ্বা ইত্যাদি। আরে অঙ্গ গুলোর সংস্পর্শেই সাউন্ড বা অর্থহীন এবং অর্থপূর্ণ ধনী সৃষ্টি হয়। তো অর্থপূর্ণ ধনীই হচ্ছে ভাষা। আর গ্রামার বা ব্যাকরণ বলা হয়

যে শাস্ত্র বা বইয়ের মধ্যে ভাষা কে সহজে শিখার জন্য সেই ভাষা সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ম কানুন লিখা হয় বা জানা যায় এটি হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। আর ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ হচ্ছে যেই বই বা পুস্তকের মধ্যে ইংরেজি ভাষা শিখার জন্য ইংরেজি ভাষা সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ম কানুন সেটাই হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ।

আর ইংরেজি গ্রামার আয়ত্ত করতে হলে সর্বপ্রথমে বেশকিছু বিষয়ে আয়ত্ত করা লাগবে। এক নাম্বার লিটার বা বর্ণ কাকে বলে, সিলেবল বা শব্দাংশের সংজ্ঞা, ওয়ার্ড বা শব্দের পরিচিতি, সেন্টেন্স বা বাক্য কাকে বলে, পার্ট অফ স্পিচ বা পদ এর সংজ্ঞা, আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশকের সংজ্ঞা, জেন্ডার বা লিঙ্গের সংজ্ঞা, 

নাম্বার বা বচনের সংজ্ঞা, পার্সন বা পুরুষের সংজ্ঞা, এরপর টেন্স বা ক্রিয়ার কালের অবস্থা, ভয়েস বা বাচ্য এর সংজ্ঞা, ন্যারেশন বা স্পিচ বা উক্তি এর সংজ্ঞা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানলে ইংরেজি গ্রামার বা ব্যাকরণ সম্পূর্ণরূপে আয়ত্ত হয়ে যাবে। আর ইংরেজি ব্যাকরণ আয়ত্ত হলে ইংরেজি ভাষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এসে যাবে। 

ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়

ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব শিরোনামটির সাথে সংশ্লিষ্ট আরেকটি শিরোনাম হচ্ছে ইংরেজি গ্রামার শিখার সহজ উপায় বিষয়টি লিখছি। ইংরেজি গাওয়া বিভিন্নভাবে শেখা যায় যেগুলো পর্যায়ে কবে আলোকপাত করছি। বিভিন্ন গ্রামাটিকাল বই রয়েছে যেগুলো লাইবেরি থেকে কিনে বা ক্রয় করে নিজে পড়ে শিক্ষা করা যায়। 

আবার বর্তমানে অনলাইনে অনেক ধরনের ই-বুক পিডিএফ রয়েছে যেগুলোর সাহায্যে ইংরেজি গ্রামার শেখা যায়। আবার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যেগুলোতে ইংলিশ গ্রামারটিকাল বিষয়ে লিখা রয়েছে সেগুলো থেকে শেখা যায়। 

এবার অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ইংরেজি গ্রামার সম্পর্কে বিশদ ধারণা দেওয়া আছে এগুলো থেকেও শিক্ষা অর্জন করা যায়। আবার বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন google, বিং, ইয়াহু ইত্যাদির মাধ্যমে সার্চ করে ব্লগ বা আর্টিকেল পড়ে ইংরেজি গ্রামার শেখা যায়। আবার অফলাইনে অনেক মাস্টার বা শিক্ষক রয়েছেন যাদের থেকে প্রাইভেট পড়েও ইংরেজ গ্রামার শেখা যায়। 

আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখেও গ্রামার শেখা যায়। বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলোতে প্লে লিস্ট আকারে গ্রামারের ভিডিও দেওয়া আছে সে প্লে লিস্ট গুলো একের পর এক শেষ করে ইংরেজি গ্রামার সুন্দরভাবে শিখা যায়। আবার স্কুল প্রতিষ্ঠান বিদ্যালয় গিয়েও ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে ইংলিশ গ্রামার শিখতে পারে। 

আবার নিজে একটু একটু করে পড়তে হবে যার মাধ্যমে একসময় এই একটু একটু অনেক বড় একটা জ্ঞানে পরিণত হবে। আবার যে গ্রামার এর নিয়ম টা পড়বেন সেটি খাতায় সাথে সাথে লিখে নিবেন তাহলে সেটা আরও বেশি স্মরণ থাকবে এবং বুঝা যাবে। 

ইংরেজি গ্রামার শর্টকাট টেকনিক

ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব বিষয়টির সাথে ইংরেজি গ্রামার শর্টকাট টেকনিক বিষয়টি সংশ্লিষ্ট। এখানে শর্টকাট টেকনিকে কিভাবে ইংরেজি গ্রামার শিখা যায় বিষয়টি আলোকপাত করছি। শর্টকাট মানে সহজ পন্থা খুব স্বল্প সময়ে শিখা। 

যদিও শর্টকাটে খুব বেশি ভালোভাবে শিখা যায় না এরপরেও কিছু শর্টকাট বা সহজ পদ্ধতি রয়েছে যেগুলোতে মোটামুটি হলে একটা ধারণা চলে আসে যার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়। ইংরেজি গ্রামার বা ব্যাকরণ শিখতে হলে সর্ব প্রথমে আপনাকে ক্লাস ওয়ান থেকে আরম্ভ করতে হবে, 

বিশেষ করে ক্লাস ওয়ানের গ্রামার হাতে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ে শেষ করে দিতে হবে। এরপরে এই ক্লাস ওয়ানের গ্রামারের ধারণাটা স মাথায় নিয়ে ক্লাস টু এর গ্রামার হাতে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে দিতে হবে। 

এভাবে প্রত্যেকটা ক্লাসের পর্যায়ক্রমে গ্রামারের বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার কাছে গ্রামারটি একেবারে শর্টকাট হয়ে যাবে। আরো শর্টকাট উপায় হচ্ছে বর্তমানে বিভিন্ন শর্ট সিলেবাসের সংক্ষিপ্ত কিছু বই রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজভাবে ইংলিশ গ্রামার শেখা যায়। 

অনেক লেখক ইংরেজি ভাষাকে সহজভাবে শিখার জন্য শর্টকাট কিছু রুলস বা নিয়ম কে সামনে রেখে বই লিখেছেন কয়েক পৃষ্ঠার সেই বইগুলোকে পড়ে আপনি ইংরেজি গ্রাম অনেক ধারনা নিতে পারেন। 

ইংরেজি শেখার ধারাবাহিকতা

ইংরেজি শেখার ধারাবাহিকতা বিষয়টি অমূল্য একটি কথা। শুধু ইংরেজি শেখাই নয় যে কোন শিক্ষার জন্য অথবা যেকোনো কাজের জন্য বা যে কোন বিষয়ের জন্য ধারাবাহিকতা বা সিরিয়াল মেন্টেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক মন্ত্র বা বিষয। 

যেকোনো কাজ বা বিষয়ে আপনি সহজ করতে চাইলে একদিন দুইদিন তিনদিন এভাবে প্রত্যেক দিন মেইনটেইন করে মাঝখানে কোন গ্যাপ বা ফাঁকা না দিয়ে শিখলে সেটা অনেক পরিপক্কতায় পর্যবসিত হয়। একজন ইউটিউবার দ্য ডেইলি নাস নামে সে একটা চ্যালেঞ্জ করেছিল যে প্রত্যেকদিন একটা করে কনটেন্ট বা ভিডিও আপলোড করবে। 

সে তার কথামতো তাই করল এক সময় দেখা গেল দিন যত যায় সে ইমপ্রুভমেন্ট বা উন্নয়ন বা উন্নতি লক্ষ্য করে। মাঝে কোন গ্যাপ দেয় নাই একটা সময় অনেকগুলো ভিডিও তার সামনে ছোট করলো যেগুলো সে প্রতিদিন একটা করে আপলোড করেছিল। 

এবং সে লক্ষ্য করল যে প্রথম দিকের ভিডিও গুলো চাইতে শেষের দিকে যত যায় সামনের দিকে যত যায় তত তার ভিডিওর মান এবং কোয়ালিটি অনেক হাই এবং উচ্চমানের হয়। তাই প্রিয় পাঠক আপনিও যদি ইংরেজি শিখতে চান তাহলে প্রতিদিন একটু একটু করে আপনি যদি ইংরেজি শিখেন বা ইংরেজি গ্রামার

 তাহলে এর মাধ্যমে একটু একটু করে অনেক বড় একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। এমনকি আপনি ইংরেজির বয়স হয়ে যাবেন। বিশেষ করে ইংরেজি ভাষা শিখার জন্য ভোকাবুলারি বা শব্দভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন দশটি করে শব্দ মুখস্ত করেন তাহলে এক সপ্তাহ পর দেখবেন অনেকগুলো শব্দ আপনার ভান্ডারে জমা হয়ে গেছে। 

এমনিভাবে এক মাস দুই মাস ছয় মাস এক বছর পরে দেখবেন অনেক অনেকগুলো শব্দ আপনি বলতে পারবেন। এক্ষেত্রে ইংরেজি গ্রামার আপনি যদি নাও শিখেন তথাপিও ইংরেজি শব্দকে সামনে রেখে অনেক কিছুই ইংরেজি ভাষা আপনার কন্ট্রোলে বা নখ দর্পণে থাকবে।

বাচ্চাদের ইংরেজি গ্রামার শিক্ষা

বাচ্চাদের ইংরেজি গ্রামার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাচ্চারা ছোট থেকেই যদি শুধু ইংরেজি গ্রামার ই নয় যে কোন গ্রামার শিখে বা তাদেরকে গাইডলাইন দিয়ে শিখানো হয় তাহলে তাদের ব্রেনটা অত্যন্ত শার্প বা চোখা হয় তারা সহজেই ইংরেজি গ্রামার টাকে ধারণ করতে পারবে। 

বাচ্চাদের ব্রেন টা খুবই সূক্ষ্ম এক্ষেত্রে যেটাই তাদের ব্রেনে এখন দোকানে হবে সেটা সহজে গ্রাপ করতে পারবে। এজন্য লেখাপড়ার পরিবেশ বা গ্রামার চর্চার পরিবেশ বিশেষ করে ইংরেজি গ্রামার চর্চা করার এটমসফেয়ারে থাকলে তাদের জন্য ইংরেজি গ্রামার শেখাটা খুবই ইজি হবে। 

বাচ্চাদেরকে বাবা-মা নিজেরা পড়াবে বা তাদেরকে কোনো গৃহ শিক্ষক দিবে অথবা স্কুল বা প্রতিষ্ঠানে বাবা মার সাথে করে নিয়ে গিয়ে ইংরেজি গ্রামার শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পাড়া মহল্লায় বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে যেগুলোতে বাচ্চারা খুব সহজেই ইংরেজি শিখতে পারবে। 

বাচ্চাদের-ইংরেজি-গ্রামার-শিক্ষা

তাই প্রিয় পাঠক আপনার যদি একটা ছেলে বা একটা মেয়ে থাকে এবং আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে ইংরেজি গ্রামার শিখুক এক্ষেত্রে আপনাকে তাকে সময় দিতে হবে এবং বিভিন্নভাবে গাইড দিতে হবে তাহলে আপনার ছেলে মেয়ের চমৎকার ইংরেজি গ্রামার শিখতে পারবেন। 

এক্ষেত্রে আপনি নিজেই ইউটিউব সার্চ করে ইংরেজি গ্রামার শেখাতে পারেন। অথবা অনলাইনে বিভিন্ন ইংরেজির কোর্স রয়েছে যেগুলো আপনি নিজে শিখতে পারেন অথবা আপনার বাচ্চাদেরকে সে কোর্সটা দিতে পারেন। 

যেমন বর্তমানে সবচেয়ে বিখ্যাত টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক মুঞ্জেরিন আপু তার শিখানো টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে তার বই, তার সফটওয়্যার, পিডিএফ বা ভিডিও কোর্স নিয়ে আপনার সন্তানকে গিফট করতে পারেন। 

বেসিক ইংরেজি গ্রামার

বেসিক ইংরেজি গ্রামার বিষয়টি আলোকপাত করছি। বেসিক মানে মৌলিক। অর্থাৎ আপনি যদি বড় হয়ে যান আর গ্রামার বা ইংরেজি গ্রামার একটি আগ্রহী হন তাহলে সর্ব প্রথমে ইংরেজির বেসিক বা মৌলিক বিষয়গুলো কভার করতে হবে। এক্ষেত্রে ইংরেজি বেসিক হল ইংলিশ লেটার, 

যেমন ক্যাপিটাল লেটার কি স্মল লেটার কি, ভাওয়েল বা স্বরবর্ণ কাকে বলে কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে বিষয়গুলো শিখতে হবে। এরপরে আপনাকে শিখতে ওয়ার্ড বা শব্দের পরিচিতি, সিলেবল বা শব্দাংশ এর পরিচিতি, এক্ষেত্রে মনো, ডাই, ট্রাই, পলি ইত্যাদি সিলেবল জানতে হবে। 

এরপরে সেন্টেন্স কাকে বলে বিষয়গুলো জানতে হবে। সেন্টেন্স বা বাক্য এর কতগুলো প্রকরণ রয়েছে সেগুলো জানতে হবে। যেমন এসারটিভ, ইন্টারোগেটি, ইমপারেটিভ, অপটিটিভ, এক্সক্লেমেটরি এবং পজিটিভ নেগেটিভ ইত্যাদি সেনটেন্স বা বাক্য সম্পর্কে জানতে হবে। 

এরপরে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেনটেন্স বা বাক্য সম্পর্কে অবহিত হতে হবে। এরপরে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে ডিফিনিট এবং ইন্ডিফিনিট আর্টিকেল সম্পর্কে জানতে হবে। এরপরে পার্ট অফ স্পিচ বা পথ সম্পর্কে জানতে হবে। 

জানতে হবে আরো নাউন বা বিশেষ্য, প্রনাউন বা সর্বনাম, এ্যাডজেক্টিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়া, এ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন বা সমন্বয় অব্যয়, কনজাংশন বা সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন বা বিস্ময়সূচক অব্যয় সম্পর্কে। আরো জানতে হবে জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে। 

এক্ষেত্রে ম্যাসকুলাইন বা পুরুষ, ফেমিনিন বা স্ত্রী, কমন বা বা উভ এবং নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ সম্পর্কে অবগত হতে হবে। এরপরে নাম্বার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এক্ষেত্র  সিঙ্গুলার বা একবচন এবং প্লুরাল নাম্বার বা বহুবচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। 

এরপরে পারসন বা পুরুষ সম্পর্কে জানতে হবে। আর এই পুরুষ ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বা প্রথম পুরুষ, সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ বা দ্বিতীয় পুরুষ, এবং থার্ড পারসন বা তৃতীয় পুরুষ বা নাম পুরুষ সম্পর্কে জানতে হবে। এরপরে টেন্স জানতে হবে। এক্ষেত্রে ১২প্রকার টেন্স রয়েছে যেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে তাহলে আপনি ইংরেজি গ্রামারের বেসিক সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

ইংলিশ গ্রামার রুলস

ইংলিশ গ্রামার রুলস বা ইংরেজি ব্যাকরণের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে এই জায়গাতে আলোকপাত করছি। ইংরেজি গ্রামার অনেক নিয়ম-কানুন রয়েছে। যেমন আর্টিকেল সম্পর্কে একটা গ্রামার হচ্ছে যদি ওয়ার্ড বা শব্দের শুরুতে ভাওয়েল বা সর্বনাম পাঁচটি a e i o u এর যেকোনো একটি হয় তাহলে ওই ওয়ার্ড বা শব্দের শুরুতে an বসে। যেমন an apple, an university, an iphone ইত্যাদি। 

এরপর যে শব্দের শুরুতে ভাওয়েল থাকে না কনসোনেন্ট থাকে সেখানে an না বসে a বসে। যেমন a book, a cat, a dog ইত্যাদি। এরপর একটি রুলস বা নিয়ম হচ্ছে যদি কোন শব্দকে সিঙ্গুলার বা একবচন থেকে বহুবচন করতে চান তাহলে শব্দের শেষে একটি s বা es যুক্ত করলে সাধারণত বহুবচন হয়ে যায়। যদিও বহুবচন করার আরো বিভিন্ন নিয়ম রয়েছে

তবে এটা হচ্ছে শর্টকাট এবং খুব সহজ নিয়ম এই নিয়মেই সর্বাধিক বহুবচন হয়ে থাকে। এক্ষেত্রে শব্দের শেষে ss, ch, x, z, sh এবং o থাকলে es যুক্ত হয় আর বাকি ক্ষেত্রে শুধু s যুক্ত হয়। যেমন pen - pens, book - books, class - classes ইত্যাদি। আর এই নিয়মটা present Indefinite tense এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেও ভার্বের শেষে প্রযোজ্য হয়ে থাকে অর্থাৎ কখনো এস(s) কখনো ইয়েস(es) যুক্ত হয়। 

ইংলিশ গ্রামার সেন্টেন্স

ইংলিশ গ্রামার সেন্টেন্স বা ইংরেজি গ্রামার এর বিভিন্ন বাক্য সম্পর্কে আলোকপাত করছি। প্রিয় পাঠক আমরা ইতিমধ্যেই ইংরেজি গ্রামারের বিভিন্ন সেনটেন্স বা বাক্য সম্পর্কে বলেছি এরপরেও এখানে আরও বিস্তারিত বলার চেষ্টা করছি। ইংরেজি গ্রামারে মূলত সেন্টেন্স বা বাক্য বর্ণনার দিক থেকে পাঁচ প্রকার।

আরো পড়ুনঃ 2024 সালের ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় ১৫টি সহজ কাজ

 Assertive sentence বা বর্ণনামূলক বাক্য অর্থাৎ যে বাক্য বর্ণনামূলক কিছু বুঝায়। interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ যে বাক্য প্রশ্ন করা বোঝায়। imperative sentence অনুজ্ঞাসূচক বাক্য অর্থাৎ যে বাক্য আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ ইত্যাদি বুঝায়। optative sentence আশীর্বাদ বা প্রার্থনাসূচক বাক্য অর্থাৎ যে বাক্য এর মাধ্যমে প্রার্থনা করা হয়। 

exclamatory sentence বা বিস্ময়সূচক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করা হয়। আর অর্থগত দিক থেকে সেন্টেন্স বা বাক্য হচ্ছে ৩ প্রকারঃ simple sentence সাধারণ বাক্য অর্থাৎ যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। compound sentence বা যৌগিক বাক্য 

অর্থাৎ যে বাক্যে সংযোজক অব্যয় দ্বারা দুইটি সিম্পল বা সাধারণ বাক্য থাকে। complex sentence বা জটিল বাক্য অর্থাৎ যে বাক্যে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স বা বাক্যকে একটি সেন্টেন্সে পরিণত করা হয়। 

ইংলিশ কি করে শিখব

ইংলিশ কি করে শিখব বিষয়টি ইতিমধ্যে আলোকপাত করেছি এরপরও এখানে আরো একবার বিষয়গুলো স্পষ্ট করছি। ইংলিশ বিভিন্নভাবে শিখা যায় যেমন ইউটিউব ভিডিও দেখে, বিভিন্ন ব্লগ বা আর্টিকেল পড়ে, আবার অনেক ধরনের অ্যাপস ডাউনলোড করে, আমার বৈচিত্র্যময় সুন্দর সুন্দর পিডিএফ এর মাধ্যমে, 

ইংলিশ-কি-করে-শিখব

আবার অনলাইনে ই-বুক পড়ে ইংরেজি শিখা যায়। আবার বিভিন্ন কোর্স রয়েছে অনলাইনে যেগুলো ক্রয় করে স্টাডি করে ইংরেজি শিখা যায়। বিভিন্ন প্রাইভেট টিচার রয়েছে যারা ইংরেজি শুধুমাত্র পড়িয়ে থাকেন তাদের কাছ থেকেও ইংরেজি শেখা যায়। আবার বেশ কিছু শিক্ষক রয়েছে যারা বাড়িতে গিয়ে গিয়ে পড়ায় যাদেরকে টিউটর বা হোম টিচার বা গৃহ শিক্ষক বলা হয় তাদের কাছ থেকেও শেখা যায়।

 আবার প্রতিদিন নিজে একটু একটু করে শিখতে হবে। এরপর নিজে প্র্যাকটিস করতে হবে ১০ মিনিট করে। এরপর খাতায় লিখতে হবে। এরপর যারা পারে ইংরেজি তাদের সাথে মিশতে হবে এবং ইংরেজি চর্চা করতে হবে। 

এরপর সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপ রয়েছে যেগুলোতে ফলো এবং জয়েন হয়ে ইংরেজি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোতে শুধু ইংরেজি ভাষা চর্চা হয় সেগুলোতে চর্চা করতে হবে। আবার মেসেঞ্জারে ইংরেজিতে শুধুমাত্র মেসেজ করে ইংরেজি ভাষা ইমপ্রুভ করা যায়।

লেখকের শেষ মন্তব্য

ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করব বিষয়টির সাথে ইংরেজি ভাষা এবং গ্রামার সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয় জোড়া দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় পাঠক আপনি যদি উক্ত আর্টিকেল বা ব্লগটি পড়ে থাকেন তাহলে আশা করছি কিভাবে আপনি ইংরেজি গ্রামার শেখা আরম্ভ করবেন এবং যেখান থেকে শুরু করবেন বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছে। আরো এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url