কক্সবাজার দর্শনীয় স্থান সমূহ

কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাকক্সবাজার দর্শনীয় স্থান সমূহ জানতে এখানে ক্লিক করে এসেছেন তাই না? প্রিয় পাঠক, ভ্রমণ বড়ই আনন্দের ও মানষিক শান্তির। আবার ভ্রমণ এর মাধ্যমে অনেক শিক্ষা পাওয়া যায়। দেশের শুধু নয় বিদশের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে এবং শিক্ষা নিতে স্রষ্টা বলেছেন। 

কক্সবাজার-দর্শনীয়-স্থান-সমূহ

তাই এক্ষেত্রে কক্সবাজার বাংলাদেশের সবচেয় বড় ভ্রমণ স্থান বিশেষকরে কক্সবাজার সমূদ্র সৈকত। তো চলুন কক্সবাজারের কোন জায়গাগুলো দর্শনীয় জায়গা তা আলোচনা করি!

পেজ সূচীপত্রঃ কক্সবাজার দর্শনীয় স্থান সমূহ সহ সংশ্লিষ্ট বিষয়গুলো জানুন

কক্সবাজার দর্শনীয় স্থান সমূহ

কক্সবাজার দর্শনীয় স্থান সমূহ এর অনেক পর্যটক থাকে সারা বছর। কক্সবাজার এর দর্শনীয় স্থানগুলো যেগুলো অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। কিছু স্থান রয়েছে যেগুলো একবার দেখলে বারবার দেখার ইচ্ছা জাগে। আবার কিছু স্থান দর্শকদের আকৃষ্ট করে, দর্শন করলে চোখ ফিরানো যায় না। এমনি কিছু দর্শনীয় স্থান নিচে উল্লেখ করছে যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি সৈকত, লাবণী সৈকত, দুর্গচৌপাটি, সেন্ট মার্টিন দ্বীপ, কুতুব দিয়া ইত্যাদি। 

কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর মাঝে সবচেয়ে বড় অর্থাৎ ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত।

ইনানি সৈকত হলো কক্সবাজার দর্শনীয় স্থান সমূহের মাঝে সবচেয়ে দর্শনীয় ও জনপ্রিয় সমুদ্র সৈকত।

লাবণী সৈকত হচ্ছে সৈকত এমন কক্সবাজারের যেটির পরিবেশ খুব শান্ত এবং প্রখ্যাত একটি বিচ।

দুর্গচৌপাটি হলো কক্সবাজারের মাঝে অনেক প্রাচীন দুর্গ প্রধান স্থান এবং ইতিহাস একটি জায়গা।

সেন্ট মার্টিন দ্বীপ একটি মনোরম ও সৌন্দর্য্য মন্ডিত দ্বীপ এবং প্রাকৃতিক নারিকেল বৃক্ষে ঘেরা  পরিবেশ বান্ধব দ্বীপ। দ্বীপটিতে নৌকা করে যাওয়া যায় কক্সবাজার হতে।

কুতুব দিয়া কক্সবাজারের দর্শনীয় জায়গাগুলোর মাঝে একটি জায়গা যেটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখা আছে এবং ইংরেজ বা বৃটিশদের সময়ের একটি বাতিঘর ও রয়েছে এখানে।

মহেশখালী কক্সবাজার দর্শনীয় স্থান সমূহের মাঝে একটি অত্যন্ত প্রাচীন তীর্থস্থান মন্ডিত ও পর্যটক প্রিয় স্থান।

মারমা নদী কক্সবাজার পর্যটন প্রিয় জায়গাগুলোর মাঝে আরো একটি জায়গা যেখানে বোট বা নৌকায় ভ্রমণ করে যাওয়া যায় এবং লোকজনের কাছে প্রিয় নৌকায় সফর করা যায় বলে।

আদিনাথ মন্দির কক্সবাজারের দর্শনীয় স্থান সমূহের মাঝে একটি জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। 

ধানসিঁড়ি কক্সবাজার এর মাঝে খুব বিক্ষাত একটি জায়গা যেখানে সুখ্যাত ও সুন্দর ঝর্ণা রয়েছে পাশাপাশি এলাকাটি পাহাড়ী এলাকা যেটি অনেক আকর্ষণীয়।

কক্সবাজারে দেখার জন্য সেরা ১০টি স্থান

কক্সবাজারে দেখার জন্য সেরা ১০টি স্থান যেগুলো উপরের যে স্থান সমূহ রয়েছে সেগুলো আরো ১০টি জায়গা লিখা হলো। তো চলুন ঝটপট দেখে নিই জায়গাগুলো কী?

  1. মারমা ঝর্ণা 
  2. ধানসিঁড়ি ঝর্ণা 
  3. হিমছড়ি সৈকত
  4. সোনাদিয়া দ্বীপ
  5. রামু মন্দির
  6. ইকোপার্ক
  7. লাবণী শাহী মাসজিদ
  8. চকরিয়া বৌদ্ধ বিহার
  9. ফ্যান্টাসি কিংডম পার্ক
  10. কলাতলী সমুদ্র সৈকত

কক্সবাজার দর্শনীয় স্থান রচনা

কক্সবাজার দর্শনীয় স্থান রচনা লিখছি। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব কোনে অবস্থিত একটি ঐতিহাসিক জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে বড় সি বিচ রয়েছে। কক্সবাজার প্রাচীন ও ঐতিহাসিক জায়গা মন্ডিত একটি স্থান। এ স্থানে আরো রয়েছে বড় বড় নদী, অনেক সুখ্যাত ও বিক্ষাত এবং প্রক্ষাত মন্দির, তীর্থস্থান, ঝর্ণা, ইতিহাস খচিত বাজার এবং নয়নাভিরাম পাহাড়ি এলাকা এবং পাহাড় ইত্যাদি।  

কক্সবাজার জেলার বিক্ষ্যাত ব্যক্তি

কক্সবাজার জেলার বিক্ষ্যাত ব্যক্তিদের নাম এখানে লেখছি। কক্সবাজারে যেমন ঐতিহাসিক, বিক্ষাত ও জনপ্রিয় জায়গা রয়েছে তেমনি বিক্ষাত ব্যক্তিও রয়েছে। জনপ্রিয় ও উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম এখানে উল্লেখ করছে। যারা একাধারে ও পর্যায়ক্রমে রাষ্ট্রদূত, বিজ্ঞানী, উপাচার্য, খেলোয়াড়, কবি, রাজনীতিবিদ, সাংসদ এবং সমাজ সেবক প্রভৃতি ব্যক্তিগণ।

  • ওসমান সরওয়ার আলম চৌধুরী সাবেক সাংসদ, কলেজ প্রতিষ্ঠাতা, সমাজ সেবক ও রাষ্ট্রদূত।
  • প্রফেসর ড আনছারুল করিম বিক্ষাত পরিবেশ বিজ্ঞানী
  • নাজিমুদ্দীন ফরহাদ সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ
  • অধ্যাপক ড শিরীণ আক্তার প্রথম নারী উপাচার্য
  • তৌহিদুল আলম সবুজ খেলোয়াড় জাতীয় ফুটবল দল
  • মুহাম্মদ নূরুল হুদা কবি
  • মোস্তাক আমাদ চৌধুরী রাজনীতিবিদ
  • আব্দুল্লাহ আল মামুন শিল্পকলা একাডেমীর সদস্য
  • নূরুল হক নূরু চিত্রশিল্পী ও শিল্পকলা একাডেমীর সদস্য
  • আহমদ ছফা বাংলা সাহিত্যিক

কক্সবাজার ভ্রমণ প্যাকেজ

কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উল্লেখ করছি। এখানে থাকার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে যেমন ২ দিন এক রাত, ৩ দিন ২ রাত, ৪ দিন ৩ রাত এবং ৫ দিন ৪ রাত এবং আরো প্রভৃতি। এই প্যাকেজ গুলিতে ঐতিহাসিক স্থান ঘুরতে যাওয়া, সমুদ্র বিচে যাওয়া, কেনাকাটা করার জন্য বিভিন্ন বাজারে যাওয়া, দ্বীপ পরিভ্রমণ করা এবং অবশেষে রাতে হোটেলে অবস্থান করা ইত্যাদি। প্যাকেজ অনু্যায়ী কিছু কম বেশি রয়েছে সুযোগ সুবিধা রয়েছে।

কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৪

কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৪ সালের বিষয়টি উল্লেখ করছি। কক্সবাজার এর আকর্ষণীয় জায়গাগুলো পরিদর্শন করার জন্য অনেক প্যাকেজ রয়েছে যেমন কক্সবাজার বিচের প্যাকেজ ব্যক্তি প্রতি ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা এটি তিন দিন দুই রাত এর প্যাকেজ। সেন্ট মার্টিন প্যাকেজ হচ্ছে ৪ হাজার টাকা ৫ হাজার টাকা পার পার্সন অনুসারে, এটি চার দিন তিন রাত। মহেশখালি প্যাকেজ প্রতি পর্যটক ৬ হাজার টাকা হতে আরম্ভ করে ৮ হাজার টাকা। এই প্যাকেজ বা বাজেটগুলো বেশ-কম হতে পারে।

কক্সবাজারের দর্শনীয় স্থানের ছবি

কক্সবাজারের দর্শনীয় স্থানের ছবি সম্পর্কে এখানে বলছি। কক্সবাজার গেলে ঐতিহাসিক ও প্রাচীন জায়গাগুলো দেখলে ছবি তুলতে মন চাইবে। আজ ২০২৪ সালের এই সময়ে এসে হাতে যেহেতু প্রত্যেক পর্যটকের হাতে সমার্টফোন রয়েছে সেহেতু ছবি উঠাতে কোনো বাধা থাকে না। আবার ঘনঘন সেলফি উঠাতো আছেই। পাশাপাশি ছবি তুলেই সাথেই সাথেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে এক নিত্য নৈমিত্তিক নিয়ম হয়ে গেছে। 

খুলনা থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য

খুলনা থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য কত এখন তা বলছি। খুলনা থেকে সরাসরি কক্সেস বাজার যাওয়া যায় না রেলে। আপনি যদি ট্রেনে যেতে চান ট্রেনে করে কক্সবাজারে সুদূর খুলনা থেকে তাহলে আপনাকে সর্বপ্রথম ঢাকা যেতে হবে। এক্ষেত্রে শোভন চেয়ার এর ৬৯৫ টাকা, এসি চেয়ারের টিকিট ১৩২৫ টাকা, এসি সিট এর টিকিট ১৫৯০ টাকা আর এসি বার্থ এর টিকিট ২৩৮০ টাকা। এটা খুলনা থেকে ঢাকার কথা বল্লাম। আর এখন ঢাকা থেকে কক্সবাজার যেথে হলে শোভন চেয়ারে টিকিট ভাড়া ৩০০ টাকা, এসি চেয়ারে ৫৫০ টাকা, এসি সিটে ৭৮০ টাকা এবং এসি বার্থে ১১৮০ টাকা নেয়।  

কক্সবাজার থেকে ইনানী ভাড়া

কক্সবাজার থেকে ইনানী ভাড়া সম্পর্কে বলছি। কক্সবাজার থেকে ইনানী বিচের দূরত্ব প্রায় ১৬ মাইল ( গুগল ম্যাপ অনুযায়ী ১৫.৯ মাইল) আর এক্ষেত্রে গাড়ী মাধ্যমে প্রায় ৪৪-৪৫ মিনিট টাইম লাগবে। আর ভাড়া হচ্ছে এক্ষেত্রে কক্সবাজার থেকে ইনানী যাওয়ার জন্য কক্সেস বাজার থেকে সরাসরি ইনানী বিচে যাওয়া যায় আর ভাড়াটা জিপে একজনের ৫০০-৮০০ টাকা। ১টা জিপে ১২-১৫ জন যাওয়া যায়। রিজার্ভে গেলে ১৫শ থেকে ২ হাজার টাক নেয়। আর সবাই এক সাথে গেলে জনপ্রতি কম খরচ হবে। ইজি বাইক এবং অটো রিক্সায়ও যাওয়া যায়। 

লেখকের শেষ মন্তব্য

কক্সবাজার দর্শনীয় স্থান সমূহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বলার চেষ্টা করেছি। আসলে সারা বছর বিভিন্ন সময়ে কক্সবাজার যাওয়া যায়, যেখানে সুদূর প্রবাস থেকে এবং বিদেশ থেকেও প্রচুর লোক আসে। কক্সবাজার যেখানে যাবেন সে স্থান টাই দেখার মত, বিশেষকরে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বীচ বা সমুদ্র সৈকত কক্সেস বাজার দেখলেই চোক্ষু শীতল হয়ে যায় এবং প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, আরো এ রকম ব্লগ পেথে পাশেই থাকুন ইনশাআল্লাহ্‌।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url