অত্যাধুনিক যুগে কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা কত রকম জানতেই হবে
শরীরচর্চা ও খেলাধুলার উপকারিতাকম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে আজকের আর্টিকেলে লেখব। আজকের বিশ্বে কম্পিউটারের ব্যবহারের শেষ নেই এবং কম্পিউটারের নানান সুবিধা ও অসুবিধা রয়েছে। প্রিয় পাঠক, এই অত্যাধুনিক যুগে কম্পিউটারের সুবিধাগুলো জানতে হবে এবং অসুবিধাগুলো কী সেগুলোও।
বর্তমান সময়টা কম্পিউটার ব্যবহারের সময় আর এই কম্পিউটার যে কত রকম কাজে ব্যবহার হয় যার কোনো ইয়ত্তা নেই। আপনি আজকের আর্টিকেলটি মনোযোগসহ পড়লে অবশ্যই উপকৃত হবেন। তাই পড়ুন এবং সুবিধা অসুবিধাগুলো জেনে জীবনে কম্পিউটার উপভোগ করুন।
পেজ সূচীপত্রঃ কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো সহ জানুনকম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা
কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে লেখার চেষ্টা করছি। সুপ্রিয় পাঠক, কম্পিউটারের ব্যবহারের নানান সুবিধা এবং অসুবিধা রয়েছে। কম্পিউটার হচ্ছে এমন একটা যান্ত্রিক বিষয় যেটি ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের আধুনিক সভ্যতা আমাদের জীবনকে করেছে অত্যাধিক সহজ এবং বেশ কিছু ক্ষেত্রে ক্ষতিকর প্রভাবও ফেলেছে। প্রিয় পাঠক, আপনি কম্পিউটার বা গণনাকারী যন্ত্রের ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো পড়লে অনেক বিষয় জানতে পারবেন এবং উপকৃত হবেন। জেনে নেওয়া যাক কম্পিউটারের সুবিধা-অসুবিধাগুলো কী?
প্রথমত কম্পিউটারের সুবিধাগুলো নিয়ে বিবরণ দেওয়ার চেষ্টা করছি নিম্নালোকে।
কাজের গতি বাড়িয়ে দেয়াঃ বর্তমান আধুনিক সময় কম্পিউটার সামনে থাকার জন্য এটি ব্যবহার করা অত্যন্ত সহজ হয়ে পড়েছে। ইসরাইলের প্রত্যেক নাগরিকের কাছে একটা করে কম্পিউটার রয়েছে। কারণ, এই কম্পিউটার কাজের মাত্রাকে বহু গুনে বাড়িয়ে দিয়েছে। কম্পিউটার আসার আগে যে কাজটা অনেক সময় ধরে করতে হতো কম্পিউটারের আগমনের ফলে সেটি খুব অল্প সময়ের ভেতরেই সম্পাদন করা সম্ভব হচ্ছে।
তথ্য সংগ্রহের জায়গাঃ কম্পিউটার আগমনের মাধ্যমে যেকোনো তথ্য সংগ্রহ করা খুবই সহজলভ্য হচ্ছে। একটা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে অন্য বড় কম্পিউটার গুলো যেগুলো সব সময় সার্ভারের সাথে কানেক্টেড রয়েছে এমনকি বেশ কিছু কম্পিউটার সার্ভার হিসাবেও কাজ করে। কাজেই যে কম্পিউটারে সার্ভার রয়েছে সেটি তথ্যগুলো পাঠিয়ে দেয়। এতে করে কম্পিউটারে যেমন তথ্য সংগ্রহ করে রাখা যায় এবং এই তথ্যগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেটের মাধ্যমে আদান প্রদান করা যায়।
কম্পিউটার নেটওয়ার্ক এর শক্ত মাধ্যমঃ কম্পিউটার ব্যবহারকারীরা খুব সহজেই পরস্পরের সাথে যোগাযোগ ও সংযোগ করতে পারে। কারণ যখন কম্পিউটারগুলো অনলাইনে থাকে, অর্থাৎ ব্রডব্যান্ড বা ওয়াইফাই এর সাথে যুক্ত থাকে কিংবা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তখন কম্পিউটারের ব্যবহারকারী ব্যক্তিগণ পরস্পরের সঙ্গে অতি ন্যানো সেকেন্ডে যোগাযোগ করতে পারে। আর মানুষের সাথে যোগাযোগ করতে পারাটাই হচ্ছে অত্যাধিক সুবিধা জনক একটা বিষয়।
আরো পড়ুনঃ 2024 সালের ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় ১৫টি সহজ কাজ
এখন কম্পিউটারের অসুবিধা গুলো নিয়ে বর্ণনা দেওয়ার ইচ্ছে পোষণ করছি। তো চলুন জেনে নিই যে কম্পিউটার ব্যবহার করলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার ও সম্মুখীন হতে হয় যেগুলো অবগত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় শারীরিক-মানসিক, অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে। অতএব সাবধানতার জন্য বিষয়টি জানতেই হবে।
স্বাস্থ্য সমস্যাঃ কম্পিউটার ব্যবহারের কারণে অনেকক্ষণ তার স্ক্রিনের দিকে তাকানোর জন্য চোখের সমস্যা হয়, চোখে ব্যথা হয়, চোখে ঝাপসা দেখা যায়, মাথাব্যথা হয়, এমনকি চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত কমে যায়। অনেক সময় কম্পিউটারের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ চেয়ে থাকার জন্য চোখে দামি চশমা দেওয়ার প্রয়োজন পড়তে পারে, আর এটি এক ধরনের অর্থনৈতিক ক্ষতি। এক্ষেত্রে চোখের সুস্থতার জন্য ডাক্তার দেখানোর বিকল্প নেই যেখানেও অর্থনৈতিক সমস্যা। তাই স্বাবধানতা অবলম্বন করতঃ বিষয়টি খুব আমলে নিয়ে লক্ষ্য রাখা সমীচীন মনে করছি।
নিরাপত্তা সমস্যাঃ কম্পিউটার ব্যবহারের কারণে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস, সফটওয়্যার ইত্যাদিতে প্রবেশ করার সময় ব্যক্তিগত বিভিন্ন তথ্য দেওয়া লাগে, আর তথ্যগুলো বিভিন্ন প্রাইভেসি বা গোপনীয়তা নষ্ট করে। এবং ব্যক্তিগত তথ্যগুলো অনেক সময় ভাইরাসের মতো ছড়িয়ে যায়, ফলে জীবন ঝুঁকির মুখে পতিত হতে পারে। এমনকি জীবন বিপন্ন হওয়া ও নাশ-বিনাশ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে আর এটি বিশাল একটা ক্ষতি।
সময় অপচয়ঃ কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অনেক সময় এত সময় চলে যায় বুঝা যায় না। বড়রা যেমন বিভিন্ন কাজ করতে গিয়ে সময় প্রয়োজনের চেয়ে বেশি নষ্ট হয়, কারণ কাজ করার মধ্য থেকেই কম্পিউটার যেহেতু মাল্টিটাস্কিং কাজ করা যায়, তাই এক কাজ করতে গিয়ে আর এক কাজ করা হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট লিখতে গিয়ে ইউটিউবে গান দেখা হয়, ছোটরা গেমস খেলে সময় নষ্ট করে। এ রকম করে বিভিন্ন সময়ে চলে যায় এবং কোন ফাঁকে যে সময়গুলো যায় বুঝা বড় দায় হয়ে যায়।
এছাড়াও, আরো বিভিন্ন সুবিধা ও অসুবিধা রয়েছে যেমন একসাথে বহু কাজ করা যায়, যাকে মাল্টিটাস্কিং বলা হয়, কাজের গতি বহু গুণে বেড়ে যায়, তো অনেক সময় বিভিন্ন কাজে খরচ বেঁচে যায়, জটিল কাজ সহজে করা সম্ভব হয় ইত্যাদি। আবার অনেক সময় কম্পিউটারের জন্য কাজ পাওয়া যায় না, কারণ যে কাজগুলো মানুষই করত সে কাজগুলো কম্পিউটার করে দেয়, হ্যাকিং ও বুলিং এর সমস্যায় পড়তে হয়, আবার অনেক সময় অন্ধকার গভীর সাইবার ক্রাইম ও হয় ইত্যাদি। তাই সুবিধাগুলো গ্রহণ করা উচিত এবং ও অসুবিধাগুলো থেকে সতর্ক থাকা জরুরী। তাহলে আমার কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা শিরোনামে লেখা আর্টিকেলটি স্বার্থক হবে।
বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ব্যাপারটি নিয়ে লেখার চেষ্টা করছি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকাল কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটার মানব জীবনকে বিপ্লবী করে তুলেছে এবং বর্তমান সময় ও যুগকে বিপ্লবময় করে ফেলেছে। কারণ এর মাধ্যমে বিভিন্ন কাজ করা সম্ভবপর হচ্ছে, যেটা জটিল থেকে জটিলতর কাজ খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে সময়ও সেকেন্ড এর চেয়েও কম সময় মানে ন্যানো সেকেন্ডে করা সম্ভব হচ্ছে।
কম্পিউটার আজ বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কারকে কম্পিউটার খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো যাচাই ও পরীক্ষা করার সুযোগ প্রদান করছে। বিভিন্ন মানব কল্যাণ কাজে এমনকি চিকিৎসা বিজ্ঞানেও ব্যবহৃত হচ্ছে এই কম্পিউটার। শুধু কি তাই, বিভিন্ন হিসাব-নিকাশ, যোগাযোগ সংযোগ, এবং তথ্য বিন্যাস করণ এবং আরো বিভিন্ন মাল্টিমিডিয়ার কাজে পর্যন্ত ব্যবহার হচ্ছে। আজ কম্পিউটারের অবদান অনস্বীকার্য। কম্পিউটারের মাধ্যমে গবেষণা, লেখাপড়ার কাজ তরান্নিতকরণ, এবং বিনোদনেরও বিভিন্ন কাজ সম্পাদন করা হচ্ছে।
দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার
দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার এই শিরোনামটি বিবরণে আনার চেষ্টা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারকে আমরা ব্যবহার করছি অত্যন্ত গুরুত্ব সহকারে। কারণ এই কম্পিউটার আমাদের জীবনকে করেছে গতিশীল এবং পরিশ্রমী জীবনকে করেছে খুবই আরামদায়ক। তো চলুন দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটার কিভাবে ব্যবহার করি বিষয়টি অবগত হই।
দৈনন্দিন জীবনে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি এই কম্পিউটারের মাধ্যমে। ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারি বাড়িতে বসে থেকে কম্পিউটারের কল্যাণে। বাড়িতে বসেই আমাদের প্রয়োজনের তাগিদে বিদেশী মানুষের সাথে যোগাযোগ করতে পারি এবং বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিতে পারি। এবং এই কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন অজানা তথ্য এর সেবা গ্রহণ করতে পারি, গুগল থেকেও হতে পারে, ইউটিউব থেকেও হতে পারে আরো ইত্যাদি ইত্যাদি ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে হতে পারে।
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ৫টি ব্যবহার
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ৫টি ব্যবহার ব্যাপারটি পরিষ্কারভাবে পাঁচটি পয়েন্টে লিখার চেষ্টা করছি। আমাদের দৈনন্দিন জীবনে যেমন কম্পিউটারকে আমরা ব্যবহার করি তদ্রুপ শিক্ষাক্ষেত্রেও কম্পিউটারকে নানা কাজে ব্যবহার করতে পারি। কম্পিউটারের শুভ আগমনের ফলে আমাদের শিক্ষা ক্ষেত্রটা অনেক রঙ্গিন হয়েছে এবং সহজতর হয়েছে। ১.বাড়িতে বসে অনেক সময় লাইভ এর মাধ্যমে স্কুলের স্যারদের কাছ থেকে লেসন বা শিক্ষা গ্রহণ করতে পারি।
কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র বা হিসাব রক্ষক। কম্পিউটার সর্বপ্রথমে শুধু গণনার কাজ করত। কিন্তু কম্পিউটার আজ বিভিন্ন সফটওয়্যার সংযোগ দ্বারা এটি আজকের শিক্ষাজীবন কে এবং শিক্ষা ক্ষেত্রকে সত্যিকার অর্থে ঢেলে সাজিয়েছে। ২.কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডাটা সংগ্রহ করা যায়। যেমন বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের ছাত্রদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিন্যাস করে রাখা যায়।
৩. কম্পিউটারের মাধ্যমে ছাত্রদেরকে খুব সহজেই বিভিন্ন জিনিস জানা যায় ইমেইল বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার বা বা আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোর মাধ্যমে। আরো বিভিন্ন কাজে লাগানো যায় শিক্ষা ক্ষেত্রের। ৪. বিভিন্ন শিক্ষা সেমিনার হয় কম্পিউটারের মাধ্যমে। ৫. কম্পিউটারের মাধ্যমে সাইন্স বা বিজ্ঞান বা জীববিজ্ঞান এর ছাত্রদেরকে বিভিন্ন জিনিস বাস্তবের মত দেখানো যায়।
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিষয়টি বর্ণনা করছি। কম্পিউটার যেমন দৈনন্দিন জীবনে নিত্য কাজে ব্যবহার হচ্ছে আবার শিক্ষা জীবনেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে অনুরূপভাবে চিকিৎসা ক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহার এবং অবদান স্বীকার করতেই হবে। আর তা না হলে অকৃতজ্ঞতা করা হয়ে যাবে, যেটা সভ্য মানবের মানবতা এবং শোভনীয় কাজ নয়। তাই চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলো নিম্নরূপে লিখছি। কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা এর একটি গুরত্বপূর্ণ অংশ এই শিরোনামটি তাই গভীর মনোযোগ সহ পড়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করতে, আবার সিটি স্ক্যান করতে, আবার এমআরআই করতে, আবার আলট্রাসনোগ্রাফি করতে, এক্সরে করতে, ইসিজি করতে এবং আরো বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। ডাক্তাররা তাদের বিভিন্ন যন্ত্রপাতি চেক করে এই কম্পিউটারের মাধ্যমে, আবার বিভিন্ন টেস্ট বা পরীক্ষা-নিরীক্ষা যাচাই-বাছাই করে কম্পিউটারের মাধ্যমে। বিভিন্ন থেরাপি এবং সুস্থতার জন্য আরো বিভিন্ন কিছু চিকিৎসা দান করা হয়ে থাকে এই কম্পিউটারের সুবাদে।
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ব্যাপারটি নিয়ে লিখার চেষ্টা করছি। সম্মানিত পাঠক, শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন বিষয় উপরে তুলে ধরেছি। তবে আরো কিছু বিষয় এখানে না বললেই নয় যেগুলোতে কম্পিউটারটা শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো চলুন জেনে নেওয়া যাক যে আরো কোন কোন বিষয়ে শিক্ষাগত কাজে কম্পিউটার কে ব্যবহার করা যায়।
যেমন ছাত্রদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা হয় রেকর্ড এর মাধ্যমে কম্পিউটারে। আবার ছাত্রদের পরীক্ষার জন্য তাদের প্রশ্নপত্র খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে লেখা হয়। শুধু তাই নয় পরীক্ষার পরে ছাত্রদের রেজাল্ট কম্পিউটারের কল্যাণে খুব সহজেই সাজিয়ে এবং হিসাব-নিকাশ করে ছাত্রদের সামনে সেটা ফাঁস করা হয়। ছাত্রদের অনেক সময় বিভিন্ন অডিও ভিডিও দেখা এবং শোনানো হয় শিক্ষার কাজে কম্পিউটারের মাধ্যমে।
গবেষণায় কম্পিউটারের ব্যবহার
গবেষণায় কম্পিউটারের ব্যবহার ব্যাপারটি স্পষ্ট করে লিখছি। কম্পিউটার যেমন দৈনন্দিন কাজে ব্যবহার হয় চিকিৎসার কাজেও ব্যবহার হয় শিক্ষার কাজে ব্যবহার হয়, অনুরূপভাবে গবেষণার কাজেও কম্পিউটার ব্যবহার হওয়াটা পিছিয়ে নেই। তো চলুন কিভাবে কম্পিউটার গবেষণায় ব্যবহার হয় বিষয়টি আপনার সামনে উপস্থাপন করছি।কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা আরো একটি টাইটেল গবেষণায় কম্পিউটার এর ব্যবহার বিষয়টি খেয়াল করে পড়ুন।
গত যুগ বা শতাব্দীগুলোতে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিভিন্নভাবে। তবে আজকের বিজ্ঞান আবিষ্কার খুব সহজতর থেকে সহজতম হয়ে যাচ্ছে এই কম্পিউটারের মঙ্গলে। বিজ্ঞানীরা কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। যেমন আমেরিকার গবেষণা বিজ্ঞান নাসা বড় বড় দামি দামি কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন গবেষণার কাজ করছে। কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি গবেষণা করে তৈরি করা হচ্ছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের বিষয় গবেষণা হচ্ছে।
কম্পিউটার কি কাজে ব্যবহার হয়?
কম্পিউটার কি কাজে ব্যবহার হয়? বিষয়টি নিয়ে সুস্পষ্টভাবে বর্ণনা করছি। কম্পিউটার বিভিন্ন কাজে ব্যবহার হয়, কি কি কাজে কম্পিউটার ব্যবহার হয় আমরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। কম্পিউটার বিভিন্ন গান বাজনা ওয়াজ নসিহত ইত্যাদি বিষয় শুনে থাকে। আবার বিভিন্ন নাটক, ড্রামা, সিনেমা, কমেডি ও কৌতুক ইত্যাদি কম্পিউটারের সুবাদে আমরা দেখতে পাই।
আরো পড়ুনঃ মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো 2024 বিস্তারিত জানুন
কম্পিউটার কে আগে শুধুমাত্র গণনার কাজে ব্যবহার করা হতো কারণ তার অর্থই ছিল গণনাকারী যন্ত্র বা হিসাব কারী যন্ত্র। কিন্তু আজকে কম্পিউটারকে আরো বিভিন্ন প্রোগ্রামিং দিয়ে সাজিয়ে আরো তথ্যবহুল করা হয়েছে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বহু কাজ একসাথে আমরা করতে পারি যেমন শুনতে পারি, তেমন দেখতেও পারি, আবার লিখতেও পারি, আবার রেকর্ড ও করতে পারি, আবার যোগাযোগ ও করতে পারি, এছাড়াও অনেক ধরনের কাজ করতে পারি যেগুলো আমরা ইতিপূর্বেই মাল্টিটাস্কিং বলে এসেছি।
ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের ৫টি ব্যবহার
ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের ৫টি ব্যবহার ব্যাপারটি বিবরণে আনার চেষ্টা করছি। সুপ্রিয় পাঠক, ব্যবসা হচ্ছে মানব জীবনের জন্য একটা অত্যাবশ্যকীয় জিনিস। কারণ ব্যবসা ছাড়া মানুষ লাভ করতে পারবে না। একজন ব্যবসা করবে বিভিন্ন বিষয়ে, আর একজন তার ব্যবসার পণ্য গুলাকে ক্রয় করে নেবে। ব্যবসা করে মানুষ লাখপতি ও কোটিপতি হয়ে যাচ্ছে কম্পিউটার ব্যবহার করে। ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারটা আজ ওতপ্রুতভাবে জড়িত হয়ে গিয়েছে। তাই নিচে পাঁচটি ব্যবহার লিখছি ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারকে ঘিরে।
- বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখে।
- হিসাব নিকাশের কাজ করে।
- ই-কমার্স ওয়েবসাইট বানানো হয়।
- ব্যবসার মার্কেটিং করা হয়।
- উপকারী প্লান পরিকল্পনা করে ব্যবসার মানকে উন্নয়ন করা হয়
লেখকের শেষ মন্তব্য
কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো আরো সংশ্লিষ্ট বিষয় নিয়ে লেখার চেষ্টা করেছি। সুপ্রিয় সম্মানিত ও পাঠক, আপনি যদি আর্টিকেলটি খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করেন তাহলে আমরা আর্টিকেলটিতে কম্পিউটারের সুবিধা অসুবিধা নিয়ে যে ব্যাপারগুলো বলার চেষ্টা করেছি সেগুলো অবশ্যই বুঝবেন। আরো এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে আপনি আমাদের সাথেই থাকুন। তাহলে আপনার সামনে আরো বিভিন্ন উপকারী বিষয় নিয়ে আসতে সুযোগ পাবো ইনশাআল্লাহ, আজকে এখানেই শেষ করছি।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url