টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি পূর্ণাঙ্গ জেনে নিন

শরীরচর্চা ও খেলাধুলার উপকারিতা নিয়ে বিস্তারিত জানুনটি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে এখানে এসেছেন তাই না? ক্রিকেট খেলা যাদের পছন্দ এবং দেখতে খুবই আগ্রহী তারা ২০২৪ এ অতি সন্নিকটে আসা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে চায়। 

টি-টোয়েন্টি-বিশ্বকাপ-২০২৪-সময়সূচি

আপনিও যেহেতু এখানে এসেছেন তার মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি জানতে চাচ্ছেন। আর ক্রিকেট হলো অনিশ্চয়তাপূর্ণ এক বিনোদনের নাম। তো চলুন দেরি না করে সময়সূচী সম্পর্কে জেনে নিন। 

পেজ সূচীপত্রঃ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি বিস্তারিত জেনে নিন

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে লেখার চেষ্টা করছি। আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময়সূচী ইতিমধ্যেই প্রকাশ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি গ্রুপের মধ্যে বাংলাদেশ রয়েছে চার নাম্বার গ্রুপ বা ডি গ্রুপে। বাংলাদেশের সঙ্গে অন্যান্য চারটি দল রয়েছে যেগুলো পর্যায়ক্রমে নেপাল, নেদারল্যান্ড, শ্রীলংকা, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। নিম্নে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি একটি টেবিলে বিস্তারিতভাবে লেখা হলো। 

তারিখ বার দল ভেন্যু সময় (গুগলে প্রদত্ত ভেন্যুর দেশের টাইম জোন অনুসারে)
১ ই জুন শনিবার যুক্তরাষ্ট্র বনাম কানাডা ডালাস সকাল ৬.৩০ মি.
২ এ জুন রবিবার ওয়েস্টে ইন্ডিজ বনাম পাপুয়া গিনি গায়ানা রাত ৮.৩০ মি.
২ এ জুন রবিবার নামিবিয়া বনাম ওমান বার্বাডোস সকাল ৬.৩০মি.
৩ এ জুন সোমবার শ্রীলংকা বনাম দক্ষিণ আফরিকা নিউ ইয়র্ক রাত ৮.৩০ মি.
৩ এ জুন সোমবার আফগানিস্তান বনাম উগান্ডা গায়ানা সকাল ৬.৩০মি.
৪ এ জুন মঙ্গলবার ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড বার্বাডোস রাত ৮.৩০মি.
৪ এ জুন মঙ্গলবার নেদারল্যান্ড বনাম নেপাল ডালাস রাত ৯.৩০মি.
৫ এ জুন বুধবার ভারত বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
৫ এ জুন বুধবার পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা গায়ানা সকাল ৫.৩০মি.
৫ এ জুন বুধবার অস্ট্রেলিয়া বনাম ওমান বার্বাডোস সকাল ৬.৩০মি.
৬ এ জুন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান ডালাস রাত ৯.৩০মি.
৬ এ জুন বৃহস্পতিবার ্নামিবিয়া বনাম স্কটল্যান্ড বার্বাডোস দুপুর ১.৩০মি.
৭ এ জুন শুক্রবার কানাডা বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
৭ ই জুন শুক্রবার নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান গায়ানা সকাল ৫.৩০মি.
৭ ই জুন শুক্রবার শ্রীলংকা বনাম বাংলাদেশ ডালাস সকাল ৬.৩০মি.
৮ এ জুন শনিবার নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফরিকা নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
৮ এ জুন শনিবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বার্বাডোস রাত ১১.৩০মি.
৮ এ জুন শনিবার ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা গায়ানা সকাল ৬.৩০মি.
৯ এ জুন রবিবার ভারত বনাম পাকিস্তান নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
৯ এ জুন রবিবার ওমান বনাম স্কটল্যান্ড অ্যান্টিগুয়া রাত ১১.৩০মি.
১০ এ জুন সোমবার দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
১১ ই জুন মঙ্গলবার পাকিস্তান বনাম কানাডা নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
১১ ই জুন মঙ্গলবার শ্রীলংকা বনাম নেপাল ফ্লোরিডা সকাল ৫.৩০মি.
১১ ই জুন মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া অ্যান্টিগুয়া সকাল ৬.৩০মি.
১২ ই জুন বুধবার আমেরিকা বনাম ভারত নিউ ইয়র্ক রাত ৮.৩০মি.
১২ ই জুন বুধবার ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ত্রিনিদাদ সকাল ৬.৩০মি.
১৩ ই জুন বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম ওমান অ্যান্টিগুয়া রাত ১.০০মি.
১৩ ই জুন বৃহস্পতিবার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট সকাল ৮.৩০মি.
১৩ ই জুন বৃহস্পতিবার আফগানিস্তান বনাম পাপুয়া গিনি ত্রিনিদাদ সকাল ৬.৩০মি.
১৪ ই জুন শুক্রবার যুক্তরাষ্ট্র বনাম আয়াল্যান্ড ফ্লোরিডা রাত ৮.৩০মি.
১৪ ই জুন শুক্রবার দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল সেন্ট ভিনসেন্ট সকাল ৫.৩০ম.
১৪ ই জুন শুক্রবার নিউজিল্যান্ড বনাম উগান্ডা ত্রিনিদাদ সকাল ৬.৩০মি.
১৫ ই জুন শনিবার ভারত বনাম কানাডা ফ্লোরিডা রাত ৮.৩০মি.
১৫ ই জুন শনিবার নামিবিয়া বনাম ইংল্যান্ড অ্যান্টিগুয়া রাত ১১.০০মি.
১৫ ই জুন শনিবার অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড সেন্ট লুসিয়া সকাল ৬.৩০মি.
১৬ ই জুন রবিবার পাকিস্তান বনাম আয়ারল্যান্ডস ফ্লোরিডা রাত ৮.৩০মি.
১৬ ই জুন রবিবার বাংলাদেশ বনাম নেপাল সেন্ট ভিনসেন্ট সকাল ৫.৩০মি.
১৬ ই জুন রবিবার শ্রীলংকা বনাম নেদারল্যান্ড সেন্ট লুসিয়া সকাল ৬.১৩০মি.
১৭ ই জুন সোমবার নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি ত্রিনিদাদ রাত ৮.৩০মি.
১৭ ই জুন সোমবার ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান সেন্ট লুসিয়া সকাল ৬.৩০মি.
১৯ ই জুন বুধবার এ ২ বনাম ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮.৩০মি.
১৯ ই জুন বুধবার বি ১ বনাম সি ২ সেন্ট লুসিয়া সকাল ৬.৩০মি.
২০ ই জুন বৃহস্পতিবার সি ১ বনাম এ ১ বার্বাডোস রাত ৮.৩০মি.
২০ ই জুন বৃহস্পতিবার বি ২ বনাম ডি ২ অ্যান্টিগুয়া সকাল ৬.৩০মি.
২১ ই জুন শুক্রবার বি ১ বনাম ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮.৩০মি.
২১ ই জুন শুক্রবার এ ২ বনাম সি ২ বার্বাডোস সকাল ৬.৩০মি.
২২ ই জুন শনিবার এ ১ বনাম ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮.৩০মি.
২২ ই জুন শনিবার সি ১ বনাম বি ২ সেন্ট লুসিয়া সকাল ৬.৩০মি.
২৪ ই জুন সোমবার এ ২ বনাম বি ১ বার্বাডোস রাত ৮.৩০মি.
২৪ ই জুন সোমবার সি ২ বনাম ডি ১ অ্যান্টিগুয়া সকাল ৬.৩০মি.
২৪ ই জুন সোমবার বি ২ বনাম এ ২ সেন্ট লুসিয়া রাত ৮.৩০মি.
২৪ ই জুন সোমবার সি ১ বনাম ডি ২ সেন্ট ভিনসেন্ট সকাল ৬.৩০মি.
২৬ ই জুন বুধবার ১ম সেমি ফাইনাল গায়ানা সকাল ৬.৩০মি.
২৭ ই জুন বৃহস্পতিবার ২য় সেমি ফাইনাল ত্রিনিদাদ রাত ৮.৩০মি.
২৯ ই জুন শনিবার ফাইনাল বার্বাডোস রাত ৮.৩০মি.

আরো পড়ুনঃ সবচেয়ে উপকারী ব্যায়ামগুলো কী যেগুলো খুবই গুরত্বপূর্ণ জানুন

বিঃদ্রঃ সময়গুলো নির্দিষ্ট ভেন্যুর দেশের টাইম জোন অনুসারে, দয়া করে মিলিয়ে নিয়ে সময় নির্বাচন করলে আপনার  টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি এর সঠিক টাইমটার সাথে মিলিয়ে খেলা উপভোগ করতে পারবেন। বিষয়টি বুঝে কাজ করলে আমার লেখাটি সার্থক হবে বলে আশা করতে পারব। অবশ্যই তারিখ এবং সময়গুলো ভেন্যুর মানে যে দেশে খেলা হবে সেখানকার টাইম জোনের  সাথে মিলিয়ে নিবেন।

২০২৪ টি ২০ বিশ্বকাপ দল

২০২৪ টি ২০ বিশ্বকাপ দল কয়টি এবং কি কি এ ব্যাপারটি লিখার চেষ্টা করছি। বিশ্বকাপে মোট দল ২০টি খেলবে। সে দলগুলো আমাদের এশিয়া মহাদেশের, আরব উপমহাদেশের, ইউরোপ উপমহাদেশের এবং আমেরিকা উপমহাদেশের অর্থাৎ প্রায়ই সারা বিশ্বের বিভিন্ন উপমহাদেশের দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে। 
২০২৪-টি-২০-বিশ্বকাপ-দল
যে ২০টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেগুলো নিম্নরূপে লিখা হলো। 
  1. কানাডা
  2. ইন্ডিয়া বা ভারত
  3. আয়ারল্যান্ড
  4. পাকিস্তান
  5. ইউএসএ বা যুক্তরাষ্ট্র
  6. অস্ট্রেলিয়া
  7. ইংল্যান্ড
  8. নামিবিয়া
  9. ওমান
  10. স্কটল্যান্ড
  11. আফগানিস্তান
  12. নিউজিল্যান্ড
  13. পাপুয়া নিউ গিনি
  14. উগান্ডা
  15. ওয়েস্ট ইন্ডিজ
  16. বাংলাদেশ
  17. সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা
  18. শ্রীলংকা
  19. নেপাল
  20. এবং নেদারল্যান্ড

২০২৪ টি২০ বিশ্বকাপ দল বাংলাদেশ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল বাংলাদেশ নিয়ে লিখছি। তো এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচিতে বাংলাদেশ এর যে খেলোয়ারগণ অংশগ্রহণ করবে তাদের নাম ইতিমধ্যেই বিসিবির মাননীয় সভাপতি, প্রধান নির্বাচক এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ একসাথে বসে বিষয়টির  ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে, দল থেকে কেউ বের হয়েছে এবং কারো এন্ট্রি হয়েছে। নিম্নে স্কোয়াডে থাকা খেলোয়ারদের নাম লিখা হলো।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, এরপরে রয়েছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকির আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব। উল্লেখ্য যে, রিজার্ভ প্লেয়ার হিসেবে দুজন রয়েছে একজন আফিফ হোসেন আর দ্বিতীয়জন হাসান মাহমুদ।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ সম্পর্কে এখন লিখছি। ২০২৪ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টিতে মোট চারটি গ্রুপ রয়েছে। এবং যে চারটি গ্রুপের প্রত্যেকটিতে পাঁচটি করে দল হয়েছে যেগুলো এই জায়গাতে লেখার চেষ্টা করতেছি। তাহলে চলুন জেনে নেই যে ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি গ্রুপের নাম এবং প্রত্যেকটি গ্রুপের পাঁচটি দলের নাম। 

যদি বিষয়টি মনোযোগ সহকারে দেখেন ও পড়েন তাহলে আপনি গ্রুপগুলো এবং দলগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে একটি এ, দ্বিতীয়টি বি, তৃতীয়টি সি এবং চতুর্থটি হচ্ছে ডি। এখন চলুন এ, বি, সি ও ডি গ্রুপগুলোতে যে দলগুলো আছে তাদের নাম লিখি ও জানি। 

এ গ্রুপে যে পাঁচটি দল আছে সেগুলো পর্যায়ক্রমে হচ্ছে যেমন- 
  1. কানাডা
  2. ইন্ডিয়া 
  3. আয়ারল্যান্ড 
  4. পাকিস্তান 
  5. এবং ইউএসএ বা যুক্তরাষ্ট্র
বি গ্রুপে যে দলগুলো আছে সেগুলো হচ্ছে যেমন-
  1. অস্ট্রেলিয়া 
  2. ইংল্যান্ড 
  3. নামিবিয়া 
  4. ওমান 
  5. স্কটল্যান্ড
সি গ্রুপে যে দলগুলো আছে সেগুলো হচ্ছে যেমন-
  1. আফগানিস্তান 
  2. নিউজিল্যান্ড 
  3. পাপুয়া নিউ গিনি 
  4. উগান্ডা 
  5. এবং ওয়েস্ট ইন্ডিজ।
ডি গ্রুপে যে দলগুলো আছে সেগুলো হচ্ছে যেমন-
  1. সর্বপ্রথমে আমাদের বাংলাদেশ 
  2. সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা 
  3. শ্রীলংকা 
  4. নেপাল 
  5. এবং নেদারল্যান্ড

2024 টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে এখন লিখছি। ২০২৪ সালের বিশ্বকাপের টি-টোয়েন্টিতে যে দলগুলো বাছাই করে নেওয়া হয়েছে সে দলগুলোর সর্বপ্রথম স্বাগতিক হিসাবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ তারা সর্বপ্রথম স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পেয়েছে। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর খেলাটি সংঘটিত হতে যাচ্ছে এই উভয় রাষ্ট্রে সেহেতু, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ  তারা এমনিতেই সুযোগ পেয়ে গেছে। 

এরপরে টি-টোয়েন্টি রেংকিং এ থাকা আটটি দল পর্যায়ক্রমের চান্স পেয়েছে এ দিয়ে মোট দশটি দল হল। আর বাকি ১০ টি দল হচ্ছে এশিয়া উপমহাদেশ, পূর্ব এশিয়া উপমহাদেশ, আফ্রিকা উপমহাদেশ, ইউরোপ মহাদেশ এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র উপমহাদেশের দুটি করে দল পর্যায়ক্রমে দলের সাথে অংশগ্রহণ করেছে। ফলে মোট দল দাঁড়িয়েছে ২০টি। এ ২০টি দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচিতে রয়েছে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কততম

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কততম বিষয়টি এখন লিখার পালা। তো চলুন জেনে নিই যে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কততম হিসেবে সংঘটিত হবে। ২০২৪ সালের এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। আর এটি পরিচালিত হবে প্রতিবারের ন্যায় আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিয়ম অনুযায়ী। এবং এটি হচ্ছে পুরুষ এবং নারী দুই দুই শ্রেণীরই বিশ্বকাপ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়। 

আর এবারের এই পুরুষ বিশ্বকাপ ২০২৪ টি২০ টি নবম আসর হিসাবে সংঘটিত হবে। ইতিপূর্বে মোট সংঘটিত হয়ে গিয়েছে। আর আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি যে ২০২৪ এর এই টি-টোয়েন্টি বিশ্বকাপ টি এশিয়া মহাদেশের টাইম জোন অনুযায়ী ১ এবং যুক্তরাষ্ট্রের একজন অনুযায়ী ২ এ জুনে অনুষ্ঠিত হবে। তাই খেলা গুলো উপভোগ করতে চোখ রাখুন ইন্টারনেটে।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট এ ব্যাপারে লিখছি। প্রিয় পাঠক, টি-টোয়েন্টি বিশ্বকাপ যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা মোট ছয়টি দল। মোট আটবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সংঘটিত হয়েছে যেটি ২০০৭ থেকে নিয়ে ২০২২ পর্যন্ত। এ পর্যন্ত যে দলগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা পর্যায়ক্রমে হচ্ছে যেমন- ইন্ডিয়া বা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। 

টি-২০-বিশ্বকাপ-চ্যাম্পিয়ন-লিস্ট

আর এই দলগুলোর মাঝে একই দল দুইবার করেও চ্যাম্পিয়ন হয়েছে। নিম্নে দল এবং সালগুলো পর্যায়ক্রমে লিখছি।

  1. ২০০৭ সালে ভারত প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। 
  2. ২০০৯ সালে পাকিস্তান দ্বিতীয় বিশ্বকাপ টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে।  
  3. ২০১০ ও ২২ সালে ইংল্যান্ড দুইবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
  4. ২০১২ ও ১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে।
  5. ২০১৪ সালে শ্রীলংকা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
  6. ২০২১ সালে অস্ট্রেলিয়া ১ বার চ্যাম্পিয়ন হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কোথায় হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে বিষয়টি আমরা ইতিমধ্যেই লিখে ফেলেছি, তথাপিও এখানে আবারও কষ্ট ভাবে ঘোষণা করছি যে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। যেটি বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক গোষ্ঠী আইসিসি এর দ্বারা পরিচালিত হবে। আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটি ক্রিকেট খেলার একটি বিশাল মোড়ল যার নিয়ম তান্ত্রিকতার মাধ্যমেই ক্রিকেট ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে কয়টি দল খেলবে

২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে কয়টি দল খেলবে এ ব্যাপারটিও আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি তারপরও আবারও এখানে পুনরায় লিখছি যে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট২০টি দল অংশগ্রহণ করে বিশ্ব মানব সভ্যতার কাছে তাদের খেলা দিয়ে বিনোদন দিবে। ইতিপূর্বে আরো কম দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সংঘটিত হতো। 

একবার ১৪ দল নিয়ে হয়েছিল, আর একবার ৮টি দলনিএয়, আর অন্যান্য বার আমি নেট রিসার্চ করে দেখলাম এ ব্যাপারে খুব স্পষ্ট ধারণা নেই কোথাও।আর প্রিয় পাঠক, আপনি এ ব্যাপারে জানতে চাইলে google রিসার্চ করে অথবা ইউটিউব এর ভিডিও দেখে বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা নিতে পারবেন।

T20  বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর হয়

বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর হয় ব্যাপারটি এখন লিখার পালা। টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ বিশ্বের মধ্যে একটি কাপকে কেন্দ্র করে যেটি অনেক দামি এবং যার মধ্যে স্বর্ণও রয়েছে এটিকে সামনে রেখে কুড়ি ওভারের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। আর এই ২০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট খেলাটি প্রতি দুই বছর অন্তর অন্তর হয়ে থাকে। 

একবার বিশ্বকাপ খেলা হয়েছিল ২০০৭ সালে আর দ্বিতীয়বার খেলা সাংঘটিত হয়েছিল ২০০৯ সালে, এরপর তৃতীয় বার খেলা সংঘটিত হয়েছিল। এরপরে এক বছর কমিয়ে ২০১০ সালে সংঘটিত হয়েছিল। এরপরে ২০১২ সালে, ২০১৪ সালে, এরপরে ২০১৬ সালে সংঘটিত হয়েছিল। 

আরো পড়ুনঃ শরীর দুর্বল হলে কি ভিটামিন খেতে হবে যেটি না জানলে নয়

এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সংগঠিত হয়েছিল ২০২১ সালে, এবং তারপরে এই খেলাটি সংঘটিত হয়েছে ২০২২ সালে মাত্র এক বছর পর। এরপরে সর্বশেষ আমরা যে সম্পর্কে লিখছি সেটি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি বুঝতেই পারছেন এটি ২০২৪ সালের সংগঠিত হতে যাচ্ছে।

লেখকের শেষ মন্তব্য

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি নিয়ে আরো সংশ্লিষ্ট বিষয়ে সহকারে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। সম্মানিত ও সুপ্রিয় পাঠক, আপনি যদি এই আর্টিকেলটি মন দিয়ে পড়েন বা স্টাডি করেন তাহলে আমাদের বিশ্বাস আপনি বিষয়টি স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করেছেন। আর আপনি যদি আমাদের সাথে থাকতে পারেন তাহলে আরও এরকম নিত্য নতুন ব্লগ বা আর্টিকেল পাবেন যা পড়ে অনেক আইডিয়া বা ধারণা নিয়ে আপনার সাধারণ জ্ঞানকে বাড়াতে পারবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url